‘মমতা সরকারের মৃত্যু ঘন্টা বেজে গেছে’, রাজ্যে এসেই তোপ অমিত শাহের

নিজস্ব প্রতিবেদন : একুশের বিধানসভা নির্বাচনের আগে বুধবার রাতে রাজ্যে পা রেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তার দুদিনের বাংলা সফর। আর এই বাংলা সফরের শুরুতেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গের রাজ্য সরকারকে তোপ দেগে বলেন, ‘মমতা সরকারের মৃত্যু ঘন্টা বেজে গেছে।’

এদিন সকালে নির্ধারিত সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাঁকুড়া পৌঁছে বিরসা মুন্ডা মূর্তির পাদদেশে মাল্যদান করে সফর সূচনা করেন। তাকে দেখার জন্য বাঁকুড়ায় উপচে পড়া ভিড় জমেছে মানুষের। ৬০ নং জাতীয় সড়কের পাশে বিরসা মুন্ডার মূর্তিতে শ্রদ্ধা জানানোর পর তিনি পৌঁছে যাবেন বাঁকুড়ার রবীন্দ্রভবনে। সেখানে সাংগঠনিক কাজে দলীয় কর্মীদের সাথে আলোচনা শুরু হবে।

তবে রবীন্দ্রভবনে সাংগঠনিক কাজে যোগ দেওয়ার আগেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান মমতা সরকারের প্রতি মানুষের আক্রোশ বেড়েছে। তিনি বলেন, “কাল রাত থেকে আমি বাংলায় রয়েছি। আজ বিরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান করে আমার দু দিনের বাংলা সফর শুরু করলাম। আমি যেখানেই যাচ্ছি সেখানেই দেখছি মানুষের মধ্যে চরম উৎসাহ। অন্যদিকে মমতা সরকারের প্রতি চরম আক্রোশ দেখতে পাচ্ছি। অন্যদিকে মোদি সরকারের প্রতি মানুষের শ্রদ্ধা এবং আস্থা লক্ষ্য করা যাচ্ছে। ভারত সরকারের আশ্বাস বাংলার গরিব মানুষদের কাছে পৌঁছাচ্ছে না। আদিবাসী মানুষদের ঘর দেওয়া হয়নি, কৃষকরা ৬০০০ টাকা করেও পায়নি। প্রধানমন্ত্রীর সমস্ত রকম যোজনা মমতা সরকার আটকে রেখেছে।”

এর পরেই তিনি বলেন, “রাজ্য সরকারের প্রতি মানুষের জনরোষ ফেটে পড়ছে। মানুষের অধিকার থেকে মানুষকে বঞ্চিত করছে তৃণমূল সরকার। কেন্দ্র সরকারের স্বাস্থ্য প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন বাংলার মানুষরা। মমতা সরকারের মৃত্যু ঘন্টা বেজে গেছে। এক-তৃতীয়াংশ ভোট নিয়ে বাংলায় ক্ষমতায় আসছে বিজেপি।”

এর পাশাপাশি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম টেনে বলেন, “মমতা দিদি আপনি যদি ভেবে থাকেন যে কেন্দ্র সরকারের এই সকল প্রকল্পকে আটকে দিয়ে পশ্চিমবঙ্গের বিজেপিকে আটকাতে তাহলে সেই ভাবনা চিন্তা আপনার ভুল।”