ইলামবাজারে রহস্য মৃত্যু বিজেপি কর্মীর, খুনের অভিযোগ পরিবারে

নিজস্ব প্রতিবেদন : ইলামবাজার থানার অন্তর্গত নাঁদাস গ্রামের বাপি আঁকুড়ে (২৫) নামে এক বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধার ঘিরে রহস্য দানা বাঁধতে শুরু করেছে। মৃত ওই বিজেপি কর্মীর পরিবারের অভিযোগ তাদের ছেলেকে চক্রান্ত করে খুন করা হয়েছে। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে যাতে সঠিক তদন্ত হয় তার দাবি তুলেছেন পরিবারের লোকজন।

জানা গিয়েছে, গতকাল রাতে ওই বিজেপি কর্মীর বাড়ি থেকে বের হন। এরপর আর রাত হয়ে গেলেও বাড়ি ফেরেননি। রাতভর বাড়ি না ফেরার পর মঙ্গলবার সকালে তার মৃতদেহ দেখতে পাওয়া যায় শাল নদীর ধারে। যার পরই স্থানীয় বাসিন্দারা মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় বোলপুর মহকুমা হাসপাতালে।

মৃত ওই বিজেপি কর্মীর বাবার দাবি, “আমার ছেলেকে চক্রান্ত করে খুন করা হয়েছে। ও বিজেপির মিটিং মিছিলে যেত।” একইভাবে স্থানীয় বিজেপি নেতৃত্বের তরফ থেকে দাবি করা হয়েছে, মৃত যুবক এলাকার সক্রিয় বিজেপি কর্মী ছিলেন। পাশাপাশি তাদের অভিযোগ, “যেভাবে শাসকদল ‘খেলা হবে’ ‘খেলা হবে’ করে হৈচৈ করা হচ্ছে, আর যেহেতু ও বিজেপি করে তাকে তাই তাকে চক্রান্ত করে মেরে দেওয়া হয়েছে।”

[aaroporuntag]
ঘটনার পরিপ্রেক্ষিতে শাসকদল তৃণমূল জানিয়েছে, “অভিযোগ করলেই হয় না। মৃত্যুর পিছনে আসল কি কারণ রয়েছে তা জানতে হবে। যেকোনো মৃত্যুই দুঃখজনক। আর এই মৃত্যুর কারণে কি লুকিয়ে রয়েছে তার সঠিক তদন্ত আমরাও চাইছি। জানতে পেরেছি ছেলেটি রং মিস্ত্রির কাজ করতেন এবং মাঝে মধ্যে নেশা করতেন। তাই সঠিক তদন্তের দাবি আমরাও চাইছি।”