অনুব্রতর ‘খেলা হবে’ স্লোগানের পাল্টা গান বাঁধলো বিজেপি

নিজস্ব প্রতিবেদন : বিধানসভা নির্বাচনের আগে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল জেলার বিভিন্ন সভায় স্লোগান তুলেছেন ‘খেলা হবে’। এই ‘খেলা হবে’ স্লোগানের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই তৃণমূলের তরফ থেকে একটি ডিজে গান বানানো হয়েছে। তাও এখন বাজতে শোনা যাচ্ছে একাধিক জায়গায়। তবে এবার তারই পাল্টা গান বাঁধলেন বিজেপি কর্মী সমর্থকরা।

মঙ্গলবার বীরভূমের নলহাটিতে বিজেপির কর্মী-সমর্থকদের অনুব্রত মণ্ডলের ‘খেলা হবে’ স্লোগানের পাল্টা গান বেঁধে গাইতে দেখা গেল। শুধু গাওয়া নয় পাশাপাশি তাদের সেই গানের তালে নাচতেও দেখা গেল। আর এদের গানের লাইন এই ভাবেই তুলে ধরা হয়েছে, ‘খেলা হবে, খেলা হবে, ২০২১-এ গেরুয়া আবির খেলা হবে।’

ইতিমধ্যেই অনুব্রত মণ্ডলের এই স্লোগান ‘খেলা হবে’ রাজ্য রাজনীতিতে অন্যতম চর্চিত শ্লোগান হিসেবে স্থান দখল করে নিয়েছে। তবে তৃণমূলের এই শ্লোগান চর্চার কেন্দ্রবিন্দু হলেও বীরভূমের একাধিক জায়গায় বিজেপি কর্মী সমর্থকদেরও পাল্টা হিসেবে মিছিল থেকে ‘খেলা হবে’ স্লোগান তুলতে দেখা যাচ্ছে।

আবার বুধবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ খড়্গপুরে প্রাতঃভ্রমণে সময় অনুব্রত মণ্ডলের ‘খেলা হবে’ স্লোগানের পাল্টা বলেন, “ওদের সব প্লেয়ার তো আমাদের কাছে। তৃণমূল আর কি খেলা দেখাবে। এবার শুধু আমরা খেলবো আর ওরা গ্যালারিতে বসে দেখবে।”