লাল্টু : আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য বিজেপির তরফ থেকে বৃহস্পতিবার ১৫৭ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়। আর সেই প্রার্থী তালিকাতেই ফুটে উঠেছে বীরভূমের ১১ জন বিজেপি প্রার্থীর নাম। প্রার্থী ঘোষণার সাথে সাথে অন্যান্য একাধিক জেলায় বিজেপি কর্মীদের মধ্যে ক্ষোভ-বিক্ষোভের ছবি ধরা পড়লেও বীরভূমে সেই ছবিটা ধরা পড়ে বেশ কিছুটা সময় পরে।
মূলত বীরভূমের দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী নিয়ে খয়রাশোলে শুক্রবার দুপুরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। তারা অভিযোগ করেন, ‘সাহা এন্টারপ্রাইজকে বিক্রি করে দেওয়া হয়েছে সব প্রার্থী।’ এলাকার কাউকে প্রার্থী না পেয়ে এমনই অভিযোগ তুলে বিজেপি কর্মী সমর্থকদের একাংশ খয়রাশোল ব্যাসস্টান্ডের কাছে বাবুইজোর-দুবরাজপুর রাস্তার উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান। যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখনো জেলা বিজেপির তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বিজেপি কর্মীদের অভিযোগ, “বীরভূম জেলা বিজেপির সভাপতি ধ্রুব সাহা গোটা বীরভূমকে সাহা এন্টারপ্রাইজ (কোম্পানী) করে তুলেছেন। সেই কারনেই অনুপ সাহাকে দুবরাজপুরের প্রার্থী করা হয়েছে।” তাদের দাবি, “আমরা দলীয় ভাবে দিলিপ ঘোষকেও লোকাল প্রার্থীর দাবী করেছিলাম কিন্তু সেটা মানা হলো না। দুবরাজপুর কেন্দ্রে স্থানীয় কোনো বরীষ্ঠ মানুষকে প্রার্থী করা হোক৷ না হলে বিজেপির হয়ে ভোট করবো না। প্রচারও করতে দেবো না।”
আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে জেলার রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন, বীরভূম জেলায় বিজেপির প্রার্থীদের ঘিরে তলায় তলায় ক্ষোভ লক্ষ্য করা যাচ্ছে। যা আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপিকে কিছুটা হলেও ব্যাকফুটে ফেলতে পারে। অন্যদিকে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায়ের বক্তব্য, “তৃণমূলের উচ্ছিষ্টদের পেয়ে তাদের প্রার্থী করে আগামী নির্বাচনে লড়তে চাইছে বিজেপি। ওরা নিজেদের সঙ্গে নিজেরা ঝগড়া করেই শেষ হয়ে যাবে।”
[aaroporuntag]
প্রসঙ্গত, গতকাল প্রার্থী তালিকা প্রকাশের পর বীরভূম জেলায় যে সকল বিজেপি প্রার্থীদের নাম সামনে এসেছে অর্থাৎ ১১ জন প্রার্থীর মধ্যে ৩ জন প্রার্থীর পদবী হল ‘সাহা’। আর এই ‘সাহা’ পদবীকে উপলক্ষ করেই বিজেপির একাংশকে কটাক্ষ করতে দেখা গেল জেলা সভাপতি ধ্রুব সাহাকে।