‘Anubrata Mondal কে গ্রেপ্তার করতে হবে’, সদলবলে জেলাশাসকের দ্বারস্থ যুব মোর্চা

Himadri Mondal

Updated on:

Advertisements

হিমাদ্রি মণ্ডল : বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে ভোটের আগেই গ্রেপ্তার করতে হবে। এই দাবি তুলে শনিবার সদলবলে বীরভূম জেলাশাসকের দ্বারস্থ হয়ে স্মারকলিপি জমা দিলেন বিজেপির যুব মোর্চার কার্যকর্তারা। এর পাশাপাশি তাদের আরও তিন দফা দাবি ছিল। স্মারকলিপি প্রদান কর্মসূচিকে কেন্দ্র করে প্রশাসন ভবন চত্বর নিশ্ছিদ্র নিরাপত্তায় ঘিরে ফেলা হয়।

Advertisements

Advertisements

বিজেপি যুব মোর্চার তরফ থেকে দাবি করা হয়, “বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের ‘খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে’, এই স্লোগানকে সামনে রেখে বীরভূমের একাধিক জায়গায় বিজেপির কার্যকর্তাদের উপর ভয় প্রদর্শন এবং মারধরের ঘটনা চলছে। দু’দিন আগেই লাভপুরের এক বিজেপি কর্মীকে হুমকি দেওয়া হয় রাতে বাড়ি যাওয়ার সময়।”

Advertisements

পাশাপাশি দিন দুয়েক আগেই ইলামবাজারে এক বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে অনুব্রত মণ্ডলের এই স্লোগানের সঙ্গে সম্পর্ক জুড়ে বিজেপি যুব মোর্চার নেতারা দাবি করেন, “ইলামবাজারেও দুদিন আগে আমাদের এক সমর্থককে খুন করা হয়। দুবরাজপুরের বিভিন্ন এলাকায় কর্মী-সমর্থকদের বাড়ি ঢুকে অথবা রাস্তায় ধরে হুমকি দেওয়া হচ্ছে।”

এর পাশাপাশি এদিন বিজেপি যুব মোর্চার নেতারা ১৮ সালের পঞ্চায়েত ভোটের প্রসঙ্গ তুলে ধরেন। তাদের কথায়, “বিগত নির্বাচনে অনুব্রত মণ্ডল গোটা বীরভূম জেলায় ত্রাস সৃষ্টি করেছিলেন। গোটা বীরভূম জেলায় রাস্তায় রাস্তায় হাতে লাঠি, মুখে রুমাল আর বোমা নিয়ে গোটা এলাকা ঘিরে রেখেছিলেন। গণতন্ত্রকে হত্যা করে দেওয়া হয়েছিল।”

[aaroporuntag]
আর এই সকল ঘটনার ভিত্তিতে তারা আশঙ্কা করছেন আসন্ন বিধানসভা ভোটেও এমন পরিস্থিতি তৈরি করা হতে পারে। আর এই আশঙ্কার ভিত্তিতেই তারা এদিন বীরভূম জেলা শাসককে অবিলম্বে বীরভূমের সমস্ত দুষ্কৃতীদের গ্রেপ্তার করার পাশাপাশি অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করার দাবি তুললেন।

Advertisements