নিজস্ব প্রতিবেদন : কখনো ‘টুম্পা সোনা’, কখনো ‘বেলা চাও’, কখনো আবার ‘লুঙ্গি ডান্স’! একুশের বিধানসভা নির্বাচনের আগে এই সকল একাধিক গানকে অবলম্বন করে রাজনৈতিক দলগুলিকে ভোটের প্রচারে দেখা যাচ্ছে। শুধু ভোটের প্রচার বললে ভুল হবে, এই সকল গানের আদলে নতুন গান বেঁধে প্রতিপক্ষকে কড়া আক্রমণের কাজ সেড়ে ফেলা হচ্ছে নতুন আঙ্গিকে। এর আগে কোনও নির্বাচনের ক্ষেত্রে এমন নজির খুব একটা চোখে পড়ে নি বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।
তবে সে যাই হোক, এই ধারাবাহিকতা বজায় রয়েছে সমানতালে। সম্প্রতি বিজেপির তরফ থেকে নতুন একটি গান সামনে আনা হয়েছে। যে গানটি জনপ্রিয় র্যাপার বাদশার ‘গেন্দা ফুল’ গানের আদলে তৈরি করা হয়েছে। যদিও এই ‘গেন্দা ফুল’ শব্দ দুটি নেওয়া হয়েছে লোকসংগীত শিল্পী রতন কাহারের একটি গানের থেকে।
বিজেপি যে নতুন গানটি প্রকাশ করেছে তাতে তাদের মূল লাইন হলো ‘তৃণমূলের বিদায় ঘন্টা বেজে গেছে’। গানের লাইনে তারা তুলে ধরেছে, ‘মিথ্যেবাদী পিসি গো, টাটা তৃণমূল, বাংলায় এবার ফুটবে গেরুয়া পদ্মফুল।’ এর পাশাপাশি এই গানে রাজ্য সরকারের একাধিক কিছুর বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে। মূলত কাটমানি এবং অন্যান্য দুর্নীতির প্রসঙ্গ তুলে ধরা হয়েছে।
[aaroporuntag]
গানের মধ্যে যে ভিডিও সংযোগ করা হয়েছে তাতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাড়াও সংযোগ করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র, অনুব্রত মণ্ডল, নুসরত জাহান, ডেরেক ও’ব্রায়েন সহ একাধিক তৃণমূল নেতা নেত্রীদের। এর পাশাপাশি তুলে ধরা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কুটি চালানোর সামলাতে না পাড়ার দৃশ্য। মোটের উপর সম্পূর্ণ এই গানটিতে তৃণমূল সরকারকে আক্রমণ করার পাশাপাশি রাজ্যে বিজেপি সরকারে আসছে এমন ই-বার্তা দেওয়া হয়েছে।