ময়নাগুড়ির রেল দুর্ঘটনা থেকে শিক্ষা, ট্রেনেও এই ব্যবস্থা আনছে ভারতীয় রেল

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : ভারতের গণপরিবহনের অন্যতম মেরুদন্ড হল রেল। প্রতিদিন ভারতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কোটি কোটি মানুষ ট্রেনের উপর নির্ভর করে যাতায়াত করছেন। গত কয়েক বছর ধরে ট্রেন পরিষেবাকে উন্নত ঠেকে উন্নততর করার জন্য একের পর এক পদক্ষেপ গ্রহণ করছে ভারতীয় রেল। তবে এরই মাঝে আকস্মিকভাবে ঘুরতে লক্ষ্য করা যাচ্ছে বেশ কিছু দুর্ঘটনাও।

সাম্প্রতিককালে যেসকল রেল দুর্ঘটনা ঘটেছে তার মধ্যে গত জানুয়ারি মাসের ১৩ তারিখ বিকানের থেকে গুয়াহাটি বিকানের এক্সপ্রেস অন্যতম। ওই দিন এই ট্রেনটি জলপাইগুড়ির ময়নাগুড়িতে উল্টে যায়। এই দুর্ঘটনার ফলে একটি কামরার উপর আরেকটি কামরা চেপে যায়। দুর্ঘটনায় প্রাণ হারান ৯ জন রেলযাত্রী।

এই দুর্ঘটনার কারণ খুঁজতে গিয়ে একাধিক বিষয় সামনে আসে। যে সকল বিষয় নিয়ে ধোঁয়াশার শেষ নেই। আবার এই রেল দুর্ঘটনার কারণ হিসেবে রাজনৈতিক দলগুলি একে অপরকে দোষারোপ করতেও ছাড়ছেনা। এসবের পরিপ্রেক্ষিতেই ময়নাগুড়ির এই রেল দুর্ঘটনা থেকে এক প্রকার শিক্ষা নিয়ে ভারতীয় রেল সিদ্ধান্ত নিল, বিমানের মত এবার ট্রেনেও বসানো হবে ব্ল্যাক বক্স।

ব্ল্যাক বক্স বিমানের অন্যতম এবং গুরুত্বপূর্ণ একটি অনুসন্ধান যন্ত্র। কারণ কোনো দুর্ঘটনা ঘটলেই কি কারণে দুর্ঘটনা ঘটেছে তা অনুসন্ধান করতে এই ব্ল্যাকবক্স গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। ব্ল্যাক বক্সের মধ্যে রেকর্ড হয় ক্রুদের মধ্যে কি কথোপকথন হয়েছিল এবং তাদের কার্যকলাপ। ট্রেন দুর্ঘটনার ক্ষেত্রেও যখন এই ধরনের একাধিক প্রশ্ন উঠছে সেই সময় এই ব্ল্যাকবক্স ধোঁয়াশা দূর করবে বলে আশা করছে ভারতীয় রেল।

ভারতীয় রেলের তরফ থেকে ঠিক করা হয়েছে, ট্রেনের মধ্যে ব্ল্যাকবক্স এমনভাবে বসানো হবে যাতে এই যন্ত্রে লোকো পাইলট, গার্ড, স্টেশন মাস্টার সহ সকলের কথোপকথন রেকর্ড হবে। ভিডিয়ো রেকর্ডিংও হবে। এর ফলে ট্রেনটি দুর্ঘটনার সম্মুখীন হওয়ার আগে অথবা সেই সময় ঠিক কি হয়েছিল তা অনুসন্ধান করার ক্ষেত্রে অনেক সহযোগিতা করবে।

ইতিমধ্যেই ১৩টি ট্রেনে এই ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা যাচ্ছে রেল সূত্রে। পরবর্তী ক্ষেত্রে লোকাল ট্রেনগুলিতেও এই ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতিমধ্যেই আসানসোল ডিভিশনে ৬টি এবং হাওড়া ডিভিশনের একটি ট্রেনে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা গিয়েছে রেল সূত্রে।