নিজস্ব প্রতিবেদন : প্রায় এক বছর বন্ধ থাকার পর অবশেষে পুনরায় চালু হতে যাচ্ছে ব্ল্যাক ডায়মন্ড স্পেশাল ট্রেন। হাওড়া ও ধানবাদেরর মধ্যে যাতায়াতকারী এই সুপারফাস্ট ট্রেনটিকে পুনরায় চালানোর সিদ্ধান্ত নিলো পূর্ব রেল। আর সেই মতো তারা সময়সূচী সামনে এনেছে।
ট্রেনটি পুনরায় চলাচল শুরু করবে আগামী ১৩ ই ফেব্রুয়ারি থেকে। ঐদিন ট্রেনটি ধানবাদ থেকে হাওড়ার দিকে রওনা দেবে। তবে হাওড়া থেকে যাতায়াত শুরু করবে ১৪ ই ফেব্রুয়ারি থেকে। ট্রেনটি হাওড়া থেকে ধানবাদের দিকে রওনা দেবে সকাল ৬ টা ১৫ মিনিটে। ধানবাদ পৌঁছাবে সকাল ১১ টা ১৮ মিনিটে। ধানবাদ থেকে ছাড়বে বিকাল ৪ টে ২০ মিনিটে। হাওড়া পৌঁছাবে রাত ৯ টা ২০ মিনিটে।
03387/03388 Howrah- Dhanbad-Howrah fully reserved superfast special train will start running from Howrah w.e.f 14.02.2021 and from Dhanbad w.e.f 13.02.2021 till further advice. The train will provide easy communication for office goers and daily commuters between Howrah & Dhanbad pic.twitter.com/iDWKiupwQR
— Eastern Railway (@EasternRailway) February 10, 2021
[aaroporuntag]
যাতায়াতের পথে ট্রেনটির স্টপেজ রয়েছে কুমারডুবি, বরাকর, কুলটি, সিতারামপুর, রানীগঞ্জ, অন্ডাল, ওয়ারিয়া, দূর্গাপুর, পানাগর, মানকর, ব্যান্ডেল, শেওড়াফুলি, আসানসোল এবং বর্ধমান রেল স্টেশনে।