অন্তরা নাগ: চার চাকা গাড়ির জগতে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছে বিএমডব্লিউ। হাজার টা নতুন মডেলের গাড়ির মাঝে নিজের জায়গা হারিয়ে যেতে দেয়নি এই গাড়িটি। আজও গাড়ি প্রেমীদের কাছে প্রথম পছন্দ। বিএমডব্লিউ চার চাকার গাড়ির ক্ষেত্রে রাজত্ব করার পর এখন দু চাকা গাড়ির ক্ষেত্রেও নিজের ভিত শক্ত করতে উঠে পড়ে লেগেছে এই সংস্থাটি। বর্তমানে ইলেকট্রিক গাড়ির চাহিদা ব্যাপক হারে বাড়ছে আর সেই সুযোগকে কাজে লাগিয়ে বিএমডব্লিউ নিয়ে এসেছে ইলেকট্রিক বাইক (BMW Electric Scooter)। স্কুটার তো নয় যেন আরও অনেককিছু, ভারতে চলে এলো BMW-র প্রথম ইলেকট্রিক স্কুটার। তবে এই গাড়িটিকে ঠিক স্কুটার না বলে মোটরসাইকেল বললেই বোধ হয় ভালো হয়। লুক এবং অত্যাধুনিক ফিচার সব দিক থেকেই নজর কেড়েছে গাড়িটি।
বিএমডব্লিউ ইলেকট্রিক স্কুটারটির (BMW Electric Scooter) নাম সিই ০৪। গাড়িটিতে রয়েছে ৪১ হর্সপাওয়ার শক্তি। যা ৬১ নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে পারে। রয়েছে ৮.৫ কেডব্লিউএইচ ক্ষমতা সম্পন্ন একটি ব্যাটারি ব্যাকআপ। একবার ফুল চার্জ দিলে একটানা ১৩০ কিলোমিটার পর্যন্ত যেতে পারে এই গাড়ি। রয়েছে ফার্স্ট চার্জিং এর সুবিধা। কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে যদি গাড়িটিকে ফাস্ট চার্জারের সাহায্যে চার্জ করা হয় তাহলে ১০০ শতাংশ চার্জ হতে সময় নেবে মাত্র এক ঘন্টা ৪০ মিনিট। কিন্তু যদি সাধারণ চার্জার দিয়ে চার্জ করে তাহলে এই সময়সীমা অনেকটাই বেড়ে যাবে সময় লাগতে পারে প্রায় চার ঘন্টার কাছাকাছি।
বিএমডব্লিউ ইলেকট্রিক গাড়িটি (BMW Electric Scooter) আদতে ইলেকট্রিক গাড়ি হলেও দেখতে অনেকটা স্পোর্টস বাইকের মতন। গাড়িটির দুপাশের চাকায় রয়েছে স্ট্রেক এছাড়া রয়েছে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম এই গাড়িটিতে মাইলেজ পাওয়া যায় খুব ভালো গাড়িটির গতিবেগ ১২০ কিলোমিটার প্রতি ঘন্টা প্রথম ৫০ কিলোমিটার যাতায়াতের ক্ষেত্রে গতিবেগ স্পর্শ করতে সময় নেয় মাত্র ২.৬ সেকেন্ড এই ফিচার্সগুলো হয়তো এই গাড়ির জন্য কিছুই নয়। গাড়িটিতে রয়েছে একাধিক আধুনিক ফিচার্স যার দ্বারা গাড়িটি শুরুর দিন থেকে অন্যান্য গাড়িগুলির থেকে একটু আলাদা ভাবেই পরিচিতি পাচ্ছে। এবার কি তবে দু চাকার গাড়ির বাজার কাপাতে চলেছে বিএমডব্লিউ? ইলেকট্রিক গাড়ির বাজারে এই গাড়িটি যে রাজত্ব চালাতে চলেছে তা আন্দাজ করা যাচ্ছে।
সাধারণত চার চাকার গাড়িগুলিতে ১০.২৫ ইঞ্চি ডিসপ্লে যুক্ত করা থাকে। সেই একই ডিসপ্লে যুক্ত করা হয়েছে বিএমডব্লিউ ইলেকট্রিক স্কুটার (BMW Electric Scooter) টিতে। মটোরেড কানেক্টিভিটিও রয়েছে এই স্কুটারটিতে। এছাড়া রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি, স্মার্টফোন কানেক্টিভিটি, কল এবং মেসেজ এলার্ট, নেভিগেশন। স্কুটারটিতে রয়েছে তিনটি মোড। চালকের সুবিধার্থে অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থা করা রয়েছে গাড়ির চাকায়। অতিরিক্ত ফিচার হিসেবে রয়েছে এবিএস প্রো সিস্টেম এবং ডায়নামিক ট্রাকশন কন্ট্রোল। এতো সুযোগ-সুবিধা পেট্রোল চালিত গাড়িতেও সব সময় পাওয়া যায় না যা পাওয়া যাচ্ছে বিএমডব্লিউ ইলেকট্রিক স্কুটারে।
বিশেষ আকর্ষণ হিসেবে স্কুটারটিতে পাওয়া যাচ্ছে এলইডি লাইটের সুবিধা। এছাড়াও বাহ্যিক দিক থেকেও গাড়িটি কিন্তু সেরা। মাত্র ১৫ ইঞ্চি দুটো চাকা এবং ৭৮০ মিলিমিটার ফ্ল্যাট সিট যুক্ত এই গাড়িটি অত্যাধুনিক সুরক্ষা ব্যবস্থা যুক্ত। এই মুহূর্তে ইলেকট্রিক গাড়ির বাজারে এই গাড়িটির বিরোধিতা করার মতন কোন গাড়ি নেই। তবে গাড়িটি যেহেতু বিদেশ থেকে আমদানি করা হবে তাই জন্য ভারতে এই গাড়ির দাম তুলনামূলক একটি বেশি পড়বে। আপাতত বিএমডব্লিউ ইলেকট্রিক স্কুটারের (BMW Electric Scooter( দাম ১৪.৯০ লাখ টাকা হবার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে বিএমডব্লিউ এর মটোরেডার শোরুমে নতুন গাড়িটির বুকিং নেওয়া শুরু হয়ে গেছে আনুষ্ঠানিকভাবে।