Advertisements

Madhyamik Registration: মাধ্যমিকের রেজিস্ট্রেশন শুরু, কত দিতে হবে ফি? জানাল পর্ষদ

Prosun Kanti Das

Published on:

The board told how much it would cost to register Madhyamik: মাধ্যমিক হলো যেকোন ছাত্র-ছাত্রী জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ এবং কঠিনতম পরীক্ষা। সম্প্রতি শুরু হয়েছে এই মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন (Madhyamik Registration)। মধ্যশিক্ষা পর্ষদ প্রচেষ্টা করে চলেছে যাতে মাধ্যমিকের রেজিস্ট্রেশন ত্রুটি মুক্ত করা যায়। কারণ গত বছর মাধ্যমিকের রেজিস্ট্রেশনে নানারকম ত্রুটি পরিলক্ষিত হয়েছে। পর্ষদ থেকে রাজ্যের বিভিন্ন স্কুলগুলোকে কড়া নির্দেশিকা দেওয়া হয়েছে এই ব্যাপারে। পর্ষদের এই পদক্ষেপ শুধুমাত্র পরীক্ষার্থীদের আটকানোর জন্য। মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন শুরু হয়েছে গত সোমবার অর্থাৎ ১৫ই জুলাই।

Advertisements

মধ্যশিক্ষা পর্ষদ রেজিস্ট্রেশন (Madhyamik Registration) এর বিষয়ে বলেছে যে, অফলাইন রেজিস্ট্রেশন করার জন্য গতবছর প্রচুর ভুল ধরা পড়েছে। এমনও হয়েছে বিভিন্ন স্কুলে অন্য স্কুলের ছাত্র-ছাত্রীদের নাম নথিভুক্ত হয়ে গেছে। এই ত্রুটি নিয়ে যখন তদন্ত করা হয় তখন সামনে চলে আসে বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য। তদন্ত সূত্রে জানা যায় যে, ওই ছাত্র-ছাত্রীর একাংশের দু’টি ভিন্ন বোর্ডে রয়েছে নাম। এইসব ভুয়ো পরীক্ষার্থীদের আটকানোর জন্য এবার কড়া হাতে পদক্ষেপ নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।

Advertisements

এই বছর থেকে তাই আর করা হবে না অফলাইন রেজিস্ট্রেশন (Madhyamik Registration)। চলতি মাসেই মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। মধ্যশিক্ষা পর্ষদের এই পদক্ষেপের ফলে আশা করা যাচ্ছে আগের বছরের মতো আর ত্রুটি লক্ষ্য করা যাবে না। ছাত্র-ছাত্রীদের রেজিস্ট্রেশনে যাতে কোনরকম তথ্যগত ভুল না থাকে সে বিষয়ে আরও করা হতে হবে সকলকে। সেই দিকে ভালোভাবে খেয়াল রাখছে মধ্যশিক্ষা পর্ষদ এবং সেই মতো রাজ্যের বিভিন্ন স্কুলগুলোকে গাইডলাইন দেওয়া আছে। গাইডলাইনে কেবলমাত্র পর্ষদ স্বীকৃত স্কুলের পড়ুয়াদেরই নাম নথিভুক্ত করতে বলা হয়েছে।

Advertisements

আশা করি সকলেরই জানা আছে যে, এক বোর্ডের ছাত্র বা ছাত্রী অন্য কোনও বোর্ডে ভর্তি হতে পারে। কিন্তু সেক্ষেত্রে সংশ্লিষ্ট বোর্ড থেকে কিংবা স্কুল থেকে আনতে হয় ‘মাইগ্রেশন’ সার্টিফিকেট। পর্ষদ সূত্রে খবর এই নিয়ম মানেনি অনেকেই। ফলে রেজিস্ট্রেশনে জটিলতা তৈরি হয়। এই ধরনের সমস্যা এড়ানোর জন্যই এত কঠোর পদক্ষেপ নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।

পর্ষদের নির্দেশিকা যদি মন দিয়ে পড়েন তাহলে দেখতে পাবেন তাতে বিশেষভাবে উল্লেখ করা আছে প্রত্যেক পড়ুয়াকে রেজিস্ট্রেশন ফি বাবদ জমা করতে হবে ১১০ টাকা। ফর্ম পূরণের সময় ছাত্র-ছাত্রীরা নামের আগে কোনও সম্মানজনক শব্দ ব্যবহার করতে পারবেন না। রেজিস্ট্রেশন করতে গেলে অবশ্যই লগইন করতে হবে এই ওয়েবসাইটে www.wbbsedata.com। আগস্ট মাসের ৩১ তারিখ রাত বারোটা পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে।

আরও পড়ুন ? HS Semister Routine: সামনে এলো উচ্চমাধ্যমিকের দুই সেমিস্টারের রুটিন! পুজোর আগেই হয়ে যাবে পরীক্ষা

মধ্যশিক্ষা পর্ষদ কড়া হুমকি দিয়েছে যে, যদি এ বছরের রেজিস্ট্রেশনে কোনোরকম বিভ্রান্তি সৃষ্টি হয় কিংবা ভুল দেখা দেয় তাহলে স্কুল এবং সেই শিক্ষার্থীর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। বোর্ডের এই গাউডলাইনকে স্বাগত জানিয়েছে কলেজিয়াম অফ অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার্স অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেসেস নামের সংগঠন। ভুয়ো পরীক্ষার্থী আটকানোর জন্য পর্ষদের এই উদ্যোগ সত্যি প্রশংসনীয়।

যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক অবশ্য এ বিষয়ে বলেছেন যে, রেজিস্ট্রেশন অনলাইনে হওয়ায় সমস্ত তথ্য আপলোড করতে হচ্ছে। স্কুল ভুয়ো তথ্য দিতে চাইলে সমস্যায় পড়তে হবে। তাই প্রত্যেকটি কাজ করতে হবে খুব সতর্কভাবে। ছকে বাঁধা নিয়ম ভেঙ্গে একেবারে অন্যরকমভাবে রেজিস্ট্রেশন (Madhyamik Registration) করে এ বছর সত্যি তাক লাগিয়ে দিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদ।

Advertisements