Advertisements

BoB Credit Card: মাথায় হাত গ্রাহকদের, এবার এই ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে বেড়ে গেল সুদের হার

Madhab Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : এখনকার দিনে বহু মানুষের হাতেই পৌঁছে গিয়েছে ক্রেডিট কার্ড (Credit Card)। ক্রেডিট কার্ড ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সুবিধা থাকার কারণে গ্রাহকরা এই কার্ডের প্রতি দিন দিন ঝুঁকছেন। কেননা ক্রেডিট কার্ড থাকলে আগে জিনিসপত্র কেনার পর পরে টাকা শোধ করা যায়। সঠিক সময়ে টাকা শোধ করে দিলে কোন বাড়তি খরচ হয় না, আবার ক্রেডিট কার্ডের মাধ্যমে কেনাকাটা করার ফলে রিওয়ার্ড পয়েন্ট সহ বিভিন্ন ক্ষেত্রে ছাড় পাওয়া যায়।

Advertisements

ক্রেডিট কার্ড ব্যবহারের ক্ষেত্রে যে সকল নিয়ম রয়েছে তার মধ্যে অন্যতম হলো সঠিকভাবে বিলিং ডেট এবং পেমেন্ট ডেট মেনে চলা। ক্রেডিট কার্ড সরবরাহকারী আর্থিক প্রতিষ্ঠানগুলির তরফ থেকে মাসের একটি নির্দিষ্ট দিনে গ্রাহকদের কেনাকাটার উপর বিল পাঠানো হয় এবং সেই বিল পেমেন্টের দিন ধার্য করে দেওয়া হয়। বিল পেমেন্ট করার যে দিন ধার্য করা হয় সেই দিনের মধ্যে পেমেন্ট করা না হলে গ্রাহকদের গুনতে হয় লেট ফাইন। লেট ফাইনের পাশাপাশি বিলের উপর সুদ চাপানো হয়ে থাকে।

Advertisements

এবার ক্রেডিট কার্ড ব্যবহারের ক্ষেত্রে এই বকেয়া টাকা অর্থাৎ সঠিক সময়ে বিল জমা দেওয়া না হলে যে সুদ গুনতে হয় সেই সুদের পরিমাণ বাড়িয়ে দিল ব্যাঙ্ক অফ বরোদা (Bank of Baroda)। ব্যাঙ্ক অফ বরোদা তাদের ক্রেডিট কার্ড (BoB Credit Card) BoB Card One নামের ক্রেডিট কার্ডের ক্ষেত্রে এমন বদল আনা হয়েছে। সুতরাং যে সকল গ্রাহকদের এই ক্রেডিট কার্ড রয়েছে তাদের বর্তমান সুদের হার জেনে নিতে হবে।

Advertisements

আরও পড়ুন ? Economy of India: পাত্তা পাবে না জাপান, উড়ে যাবে চীন! ৩ ফর্মুলাতেই ভারত করবে বিশ্ব অর্থিনীতিতে বাজিমাত

ব্যাঙ্ক অফ বরোদার তরফ থেকে জানানো হয়েছে, BoB Card One ক্রেডিট কার্ডের বকেয়া বিলের উপর নতুন যে সুদের হার ধার্য করা হয়েছে তা আগামী ২৩ জুন থেকে কার্যকর হবে। এতদিন পর্যন্ত ব্যাঙ্ক অফ বরোদার এই ক্রেডিট কার্ডের বকেয়া বিলের উপর যে ঋণ ধার্য করা হয় তা হল প্রতিমাসে ৩.৪৯ শতাংশ অর্থাৎ বছরে দাঁড়ায় ৪১.৮৮ শতাংশ। আগামী ২২ জুন ২০২৪ পর্যন্ত এই সুদের হারই বজায় থাকবে, তবে ২৩ জুন থেকে শুরু হবে নতুন সুদের হার।

ব্যাঙ্কের তরফ থেকে নতুন যে সুদের হার ঠিক করা হয়েছে তা হলো মাসে ৩.৫৭ শতাংশ। বছরে এই সুদের পরিমাণ দাঁড়াবে ৪৫ শতাংশ। এছাড়াও লিমিটের বেশি যদি খরচ করা হয় তাহলে আগে ব্যাংকে যে ৪০০ টাকা দিতে হতো তার পরিবর্তে এখন দিতে হবে ৫০০ টাকা। অন্যদিকে লেট ফাইন হিসাবে আগে যেখানে ১০০ টাকা থেকে ১২০০ টাকার মধ্যে নেওয়া হতো, তা এখন নেওয়া হবে ২৫০ টাকা থেকে ১২৫০ টাকার মধ্যে। তবে বকেয়া যদি ২৫০ টাকার মধ্যে থাকে তাহলে কোন চার্জ নেওয়া হবে না।

Advertisements