Bodyguard of Virat Kohli: লজ্জা পাবেন বড় বড় কোম্পানির সিওরাও! এতটাই বেতন পান কোহলির বডিগার্ড সোনু

Bodyguard of Virat Kohli will definetly surprise you: ভারতে প্রধানমন্ত্রীর থেকেও দেশের ক্রিকেটার ও অভিনেতারা অনেক বেশি জনপ্রিয় এবং ধনী। প্রিয় ক্রিকেটার বা অভিনেতাদের সান্নিধ্যে আসার জন্য ভক্তরা রীতিমতো ব্যাকুল হয়ে থাকে সর্বদা। তাদের একবার ছুঁয়ে দেখার জন্য কিংবা অটোগ্রাফ নেওয়ার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয় অনুরাগীদের। কারণ তাদের প্রিয় অভিনেতা কিংবা ক্রিকেটাররা সব সময় থাকে নিরাপত্তার ঘেরাটোপে। দেশের নেতা-মন্ত্রীদের মত বলিউডের প্রথম সারির অভিনেতা অভিনেত্রীরা এমনকি ক্রিকেটাররাও ব্যক্তিগত কোনও কাজে সঙ্গে রাখে বডিগার্ড। আজকের প্রতিবেদনে এমনই একজন বিখ্যাত ক্রিকেটারের বডিগার্ড (Bodyguard of Virat Kohli) সম্পর্কে জানব বিস্তারিতভাবে।

এখানে আলোচনা করা হবে সেলিব্রেটি ক্রিকেটার ও অভিনেত্রী দম্পতি বিরাট কোহলি-অনুষ্কা শর্মার সম্পর্কে। নিরাপত্তার দায়িত্বে থাকা মানুষটির কাজ বেড়ে যায় কয়েকগুণ। বিভিন্ন তারকাদের ব্যক্তিগত জীবন থেকে কৌতুহলী মানুষ এবং সংবাদমাধ্যমকে দূরে রাখার কঠিন দায়িত্ব থাকে এদের উপর। ব্যক্তিগত নিরাপত্তারক্ষী যদি দক্ষ হয় তাহলে তারকারাও নিশ্চিতে চলাফেরা করতে পারেন। তারকাদের রোজকার জীবনের এক প্রকার অঙ্গ হয়ে দাঁড়ায় এই বডিগার্ডরা। তাই এদের মোটা অংকের বেতন দিতেও পিছপা হন না তারকারা। বেতনের অংক কখনো পৌঁছে যায় কোটির ঘরে। সেরকমই বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী (Bodyguard of Virat Kohli) বছরে যে অর্থ রোজগার করেন, বড় বড় কোম্পানির সিইওদের সহজেই লজ্জায় ফেলতে পারবে।

অনুষ্কা শর্মার কেরিয়ারের প্রথম থেকেই ব্যক্তিগত নিরাপত্তারক্ষীর কাজ করছেন প্রকাশ সিং ওরফে সোনু (Bodyguard of Virat Kohli)। ২০১৭ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিরাট ও অনুষ্কা। বিরুষ্কার চারহাত এক হতে সনুর দায়িত্ব আরো কয়েকগুণ বেড়ে গেছে। শুধু অনুষ্কার নয় পাশাপাশি বিরাটের নিরাপত্তার দায়িত্বেও রয়েছেন তিনি। দেশের তারকা ক্রিকেটার ও জনপ্রিয় অভিনেত্রীকে ২৪ ঘণ্টা সুরক্ষা ও নিরাপত্তার ঘেরাটোপে রাখা কাজটি একেবারেই সহজ নয়। বহু বছর ধরে এই কঠিন কাজটি হাসিমুখে এবং দায়িত্ব সহকারে করে আসছেন সোনু।

বিরাট এবং অনুষ্কা বডিগার্ডের এই কাজে যথেষ্টই খুশি। সম্প্রতি প্রচারের আলোয় এসেছে সোনুর বার্ষিক বেতন। বেতন শুনলে আপনি আশ্চর্য না হয়ে পারবেন না সত্যিই তা সাধারন মানুষের কল্পনার বাইরে। দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বিরাট ও অনুষ্কার বডিগার্ডের বার্ষিক আয় ১ কোটি ২০ লাখ টাকা (Bodyguard of Virat Kohli)! বহু কোম্পানির সিইও-র বার্ষিক আয়ের চেয়ে বেশি।

তিনি শুধুমাত্র মোটা টাকার বেতনের বডিগার্ড নন, সোনু ওরফে প্রকাশ সিংকে বাড়ির একজন সদস্য হিসেবে মনে করে এই জনপ্রিয় জুটি। প্রতিবছরই ধুমধাম করে সোনুর জন্মদিন পালন করেন অনুষ্কা। বিরাট তার বডিগার্ডের জন্মদিনের পার্টিতে উপস্থিত থাকারও চেষ্টা করেন। ‘জিরো’ সিনেমার সেটে সোনুর জন্মদিন পালনের ছবি, ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।