রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে জল্পনার অবসান ঘটালেন সোনু সুদ

নিজস্ব প্রতিবেদন : হাজার হাজার পরিযায়ী শ্রমিককে নিজে অর্থ খরচ করে বাড়ি পৌঁছাতে সাহায্য করেছেন। পরিযায়ী শ্রমিকদের কখনো ওষুধ, কখনো খাবার দিয়ে সাধ্যমত সাহায্য করেছেন। এই সকল শ্রমিকদের সহায়তা করতেই খুলেছেন নিজস্ব হেল্পলাইন নম্বর। যে যখন তার কাছে সহায়তা চেয়েছে তাকে তিনি নিজের সাধ্যমত সহায়তা করেছেন। ঘূর্ণিঝড় নিসর্গের সময়ও যিনি নিজের উদ্যোগে হাজার হাজার মানুষকে সমুদ্র সংলগ্ন অঞ্চল থেকে নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছেন। তাদের খাবার ও প্রয়োজনীয় জিনিসপত্রের যোগান দিয়েছেন। তিনি সোনু সুদ।

বলিউডের পর্দার ভিলেন এখন বাস্তব জগতের হিরো। হিরো বললেও কম বলা হয়। কিছু মানুষ তাকে ভগবানের আসনে বসিয়ে পুজোও করছেন তো কিছু মানুষ তৈরি করছেন অভিনেতার মুর্তি। এরই মধ্যে জোর গুঞ্জন শোনা যাচ্ছিল অভিনেতা সোনু নাকি বিজেপিতে যোগ দিতে চলেছেন। এবিষয় নিয়ে অভিনেতা তরফ থেকে কোনো রকম প্রতিক্রিয়া তখন পাওয়া যায়নি। কিন্তু সম্প্রতি একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা এবিষয়ে মুখ খুলেছেন।

Gulf News-এর একটি সাক্ষাৎকারে অভিনেতা বলেছেন যে “একজন অভিনেতা হিসেবেই আমি গর্ববোধ করি। বর্তমানে এই পেশায় উন্নতি করার সুযোগ পাচ্ছি। আমি রাজনীতিতে যোগ দেওয়ার বিষয় নিয়ে এখন ভাবছি না।”

দেশের নানা প্রান্তে তিনি শ্রমিকদেরকে বাড়ি পৌঁছাতে সাহায্য করেছেন। অনেক মানুষ অভিযোগ করেছেন যে বিজেপির সাহায্য নিয়েই নাকি তিনি এই কাজ করেছেন। এ প্রসঙ্গে অভিনেতা বলেন, “প্রতিটি রাজ্যে একটা সরকার রয়েছে। তাদের কাছ থেকে অনুমতি নিয়েই এই কাজ আমি করেছি। আমার নামে যে অভিযোগ উঠেছে সেই অভিযোগ নিয়ে আমি একেবারেই হতাশ নই।সব জায়গা থেকে মানুষ আমাকে ডাকছেন এবং ধন্যবাদ জ্ঞাপন করছেন এটি আমার কাছে সব থেকে বড় পাওয়া। এর বাইরে রাজনীতিতে যোগ দেওয়ার কোন ইচ্ছা আমার নেই।”

এই প্রসঙ্গে সোনু আরো বলেন, “গত চার রাত আমি ঠিক করে ঘুমোতে পারিনি। আমি যদি ঘুমাই তাহলে যারা আমার সাহায্যের অপেক্ষায় রয়েছেন, তাদের সমস্যা বাড়বে। আমি প্রতিদিন নানা প্রান্ত থেকে ফোন পাচ্ছি। আমার পরিবারের সকল মানুষ এবং আমার বন্ধুবান্ধবরা বিপদগ্রস্ত সকল মানুষের তথ্য সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েন। এরপরও আমি একসময় ভাবলাম যে অনেক মানুষের কাছে হয়তো আমি পৌঁছতে পারছি না। সেই কারণে আমি নিজের টোল ফ্রি নম্বর দেওয়ার ব্যবস্থা করি।”