Arijit Singh Lost Relative: আগেই হারিয়েছেন মা-কে, এবার হারালেন আরও এক কাছের মানুষকে, শোকে বিহ্বল অরিজিৎ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশের অন্যতম জনপ্রিয় সঙ্গীত শিল্পী অরিজিৎ সিংকে (Arijit Singh) নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চার শেষ নেই। এমন একজন গায়ক বারবার চর্চায় উঠে আসার অন্যতম কারণ হলো দেশ-বিদেশে জনপ্রিয়তা, সবার মন জয় করা গান, আর তার সাধারণ জীবনযাপন। তবে এবার অরিজিৎ নতুন করে চর্চায় এসেছেন তার এক কাছের মানুষকে হারানোর (Arijit Singh Lost Relative) কারণে।

Advertisements

অরিজিৎ সিংয়ের কাছে তার মা খুব প্রিয় হলেও তাকে ২০২১ সালে হারাতে হয়েছিল। কোভিডকালে মাকে হারিয়ে রীতিমতো বাকরুদ্ধ হতে দেখা গিয়েছিল গায়ককে। সেই ধাক্কার রেস কাটতে না কাটতেই তিন বছরের মধ্যেই আবার অরিজিৎ হারালেন তার আরও এক কাছের মানুষকে। এবার তিনি হারিয়েছেন তার দিদাকে। বার্ধক্যজনিত কারণেই তিনি মারা গিয়েছেন বলে জানা গিয়েছে অরিজিতের পরিবার সূত্রে।

Advertisements

অরিজিৎ সিংয়ের দিদা ভারতী দেবী ৮২ বছর বয়সে রবিবার দুপুরে মারা যান। মুর্শিদাবাদের জিয়াগঞ্জেই তার মৃত্যু হয় এবং পরে তাকে জিয়াগঞ্জ শ্মশানে নিয়ে যাওয়া হলে সেখানেই ছুটে আসেন অরিজিৎ ও তার স্ত্রী কোয়েল। বৈকাল চারটে নাগাদ তারা শ্মশানে আসেন এবং তারপর শেষকৃত্য সম্পন্ন হয় ভারতী দেবীর। অরিজিৎ এবং তার স্ত্রী কোয়েলকে এদিন স্কুটিতে চড়েই শ্মশানে আসতে দেখা যায়।

Advertisements

আরও পড়ুন ? গান থামিয়ে হঠাৎ দর্শকদের দিকে মাইক ছুঁড়লেন অরিজিৎ! মুহূর্তে ভাইরাল হলো ভিডিও

অরিজিৎ-এর পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন ভারতী দেবী। অসুস্থ থাকার পর রবিবার তার মৃত্যু হয়। অন্যদিকে এদিন শ্মশানে অরিজিৎ সিং এবং তার স্ত্রী কোয়েল ছাড়াও উপস্থিত ছিলেন অরিজিতের বাবা সুরিন্দর সিং। মায়ের মৃত্যুর তিন বছরের মধ্যেই দিদাকে হারিয়ে শোকস্তব্ধ হয়ে পড়েন অরিজিৎ।

এর আগে ২০২১ সালে কোভিডকালে কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল অরিজিৎ সিং-এর মা অদিতি সিংয়ের। প্রথমে তার চিকিৎসা হয় বহরমপুরে এবং পরে তাকে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছিল চিকিৎসার জন্য। কোভিড থেকে সেই সময় তিনি মুক্তি পেলেও মাল্টি অর্গান ফেলিওর এর কারণে তার মৃত্যু হয়েছিল। মাত্র ৫৭ বছর বয়সে প্রয়াত হয়েছিলেন অরিজিৎ সিং-এর মা অদিতি সিং।

Advertisements