করোনা আক্রান্ত ‘এক টাকার ডাক্তার’ সুশোভন ব্যানার্জি

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশে করোনার প্রথম ঢেউ চলাকালীন যখন একাধিক চিকিৎসক প্রাইভেট চিকিৎসা বন্ধ করে দিয়েছিলেন তখনও সমস্ত রকম ভয়-ভীতিকে উপেক্ষা করে প্রতিনিয়ত সাধারণ মানুষের সেবা করতে দেখা গিয়েছিল বোলপুরের ‘এক টাকার ডাক্তার’ পদ্মশ্রী প্রাপ্ত সুশোভন ব্যানার্জিকে। কিন্তু এবার তাকে কিছুটা হলেও থমকে যেতে হলো। কারণ এই ‘এক টাকার ডাক্তার’ই বর্তমানে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন।

Advertisements

Advertisements

পদ্মশ্রী প্রাপ্ত চিকিৎসক সুশোভন ব্যানার্জি গত শনিবার করোনা আক্রান্ত হন বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, তার শরীরে করোনার বেশ কিছু উপসর্গ দেখা দেওয়ার পর তিনি পরীক্ষা করান। আর সেই পরীক্ষা করানোর পর রিপোর্ট পজিটিভ আছে। বর্তমানে অন্যান্য রোগীদের কথা মাথায় রেখে তিনি চিকিৎসা প্রদান বন্ধ রেখেছেন। এর পাশাপাশি তিনি কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হয়েছেন চিকিৎসার জন্য।

Advertisements

‘এক টাকার ডাক্তার’ সুশোভন ব্যানার্জি করোনা আক্রান্ত হওয়ার খবর বোলপুর তথা বীরভূমের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ার পর উদ্বিগ্নতা লক্ষ্য করা যায় আমজনতার মধ্যে। যদিও সুশোভন ব্যানার্জি সাধারণ মানুষের ভালবাসা এবং আশীর্বাদ খুব দ্রুত সুস্থ হয়ে ফের নিজের কর্মস্থলে ফিরবেন এমনটাই দৃঢ় ভাবে আশাবাদী।

সুশোভন ব্যানার্জি দীর্ঘ কয়েক দশক ধরে বোলপুরের হরগৌরী তলায় মাত্র এক টাকার বিনিময় রোগীদের চিকিৎসা প্রদান করে আসছেন। তিনি তার কর্তব্যে এতটাই অবিচল যে এনআরএস কান্ডের সময় যখন বেশিরভাগ চিকিৎসকেরা প্রতিবাদ জানাতে চিকিৎসার মত জরুরী পরিষেবা বন্ধ করে দিয়েছিলেন তখন তিনি তার কলম থামিয়ে রাখেননি। বরং তিনি জানিয়েছিলেন কলম চালিয়েই প্রতিবাদ চলবে।

[aaroporuntag]
গতবছর করোনার কবলে পড়ে যখন বেশিরভাগ চিকিৎসকেরা প্রাইভেট চিকিৎসা বন্ধ করে দিয়েছিলেন সেই সময়ও তিনি একদিনের জন্য নিজের চিকিৎসালয় বন্ধ রাখেন নি। এই সময় হাজার হাজার মানুষ এই চিকিৎসকের থেকে চিকিৎসা নিয়ে উপকৃত হয়েছিলেন। আর এই স্বনামধন্য চিকিৎসকই করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত।

Advertisements