BJP Candidate Priya Saha’s Net Worth: কত রয়েছে পকেটে! দেখে নিন বোলপুরের বিজেপি প্রার্থী প্রিয়ার সম্পত্তি ও বিদ্যের দৌড়

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ও প্রকাশের আগেই বিজেপি তরফ থেকে দেশের ১৯৫টি লোকসভা কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করে দেওয়া হলো। ১৯৫ জন বিজেপি প্রার্থীর মধ্যে আবার পশ্চিমবঙ্গের রয়েছেন ২০ জন, যাদের মধ্যে একজন হলেন বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রিয়া সাহা (BJP Candidate Priya Saha)। চলুন দেখে নেওয়া যাক প্রিয়া সাহার মোট সম্পত্তি (BJP Candidate Priya Saha’s Net Worth) কত আর কতদূর পড়াশোনা?

Advertisements

প্রিয়া সাহা এই প্রথম বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন নয়। এর আগে ২০১৫ সালে তিনি পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং জয় যুক্ত হয়ে কাউন্সিলর হয়েছিলেন। তিনি তিন নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর হন। তবে এরপর ২০১৬ এবং ২০২১ সালের বিধানসভা নির্বাচনে সাঁইথিয়া বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করলেও তৃণমূলের প্রার্থী নিলাবতী সাহার কাছে পরাজিত হতে হয়েছিল। তবে এবার ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তিনি জয়যুক্ত হবেন এমনটাই আশাবাদী।

Advertisements

প্রিয়া সাহার শিক্ষাগত যোগ্যতার কথা বলতে গেলে তিনি সংস্কৃতে অনার্স। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আওতায় থাকা সাঁইথিয়ার সাঁইথিয়া অভেদানন্দ মহাবিদ্যালয় থেকে তিনি পড়াশোনা করেছেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো প্রিয়া সাহার বিরুদ্ধে থানায় কোনরকম এফআইআর অথবা মামলা নেই। এখন দেখে নেওয়া যাক তার সম্পত্তির পরিমাণ কত?

Advertisements

আরও পড়ুন ? Lok Sabha Election 2024 Survey: লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে কত আসন পাবে তৃণমূল, কত পাবে বিজেপি!

২০২১ সালে তিনি যখন সাঁইথিয়া বিধানসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তখন তার যে পরিমাণ সম্পত্তি ছিল তা হল, হাতে ছিল মাত্র ২৭ হাজার টাকা। সেভিংস অ্যাকাউন্টে ছিল মাত্র ৬ হাজার টাকা। বিনিয়োগ বলতে ৪১১২ টাকার একটি এলআইসি পলিসি রয়েছে। তার কাছে ছিল ৫০ গ্রাম ওজনের সোনার গয়না। ২০২১ সালে যার বাজার মূল্য ছিল আনুমানিক ২ লক্ষ ৩৪ হাজার ৭০০ টাকা। সব মিলিয়ে মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ২ লক্ষ ৭১ হাজার ৮১২ টাকা। অন্যদিকে তার নামে রয়েছে ১৪৪০ স্কয়ার ফুটের একটি বাড়ি। এছাড়া তার নামে আর কোন জমি জমা নেই। ওই বাড়ির দাম অনুযায়ী প্রিয়া সাহার মোট স্থাবর সম্পত্তির পরিমাণ ১০ লক্ষ টাকা।

অন্যদিকে প্রিয়া সাহার স্বামী মন্টু চৌধুরীর ২০২১ সালে ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টে থাকা টাকার পরিমাণ ছিল যথাক্রমে ৮৭০২ টাকা, ২৯৮ টাকা, ৩৭৫০০ টাকা এবং ৬৮৮৩ টাকা। এছাড়াও তার নামে একটি স্কুটি রয়েছে যার সেই সময় বাজার মূল্য ছিল ৬২০০০ টাকা। তার নামে ২০ গ্রাম সোনার গয়না ছিল, সেই সময় যার বাজার মূল্য ছিল ৯৩৮৮০ টাকা। মন্টু চৌধুরীর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ২০২১ সালে ছিল ২ লক্ষ ৬৪ হাজার ২৬৩ টাকা। অন্যদিকে তার নামে থাকা জমি জমা, বাড়ি ঘর সব মিলিয়ে মোট স্থাবর সম্পত্তির পরিমাণ ১৬ লক্ষ ১৫ হাজার ৮০০ টাকা। এখন দেখার বিষয় ২০২৪ সালে তাদের সম্পত্তির পরিমাণ কত বাড়লো বা কমলো।

Advertisements