নিজস্ব প্রতিবেদন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত দিয়ে রবিবার দেশের বিভিন্ন রুটে একগুচ্ছ বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) ট্রেনের সূচনা হয়। এই সকল ট্রেনের মধ্যে তিনটি বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া থেকে ভাগলপুর, গয়া ও রাউরকেল্লা রুটে পরিষেবা দেবে। পশ্চিমবঙ্গের সঙ্গে আরও তিনটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন যুক্ত হওয়ায় রাজ্যের মোট বন্দে ভারতের সংখ্যা দাঁড়ালো ৯।
রাজ্য নতুন করে তিনটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন পাওয়ার পাশাপাশি সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এবার বন্দে ভারত ট্রেনে চড়েই বীরভূমের বোলপুর থেকে রামপুরহাট ও রামপুরহাট থেকে বোলপুর যাতায়াত করা যাবে। কেননা নতুন বন্দে ভারতের স্টপেজ বীরভূমের এই দুটি স্টেশনের জন্য দেওয়া হয়েছে। তবে যা ভাড়া রাখা হয়েছে তাতে কারো শখে চড়ার ইচ্ছে থাকলেও দশবার ভাবতে হবে।
হাওড়া ও ভাগলপুরের মধ্যে যে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন দুটি যাতায়াত করবে ওই দুটি ট্রেন রামপুরহাট ও বোলপুর স্টেশনের স্টপেজ দেবে। ট্রেন দুটির নম্বর হলো ২২৩০৯ ও ২২৩১০। এই দুটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন বোলপুর ও রামপুরহাট স্টেশনে স্টপেজ যাওয়ার ফলে সবচেয়ে বেশি সুবিধা হবে পর্যটকদের। কেননা তারা বন্দে ভারতে চড়েই তারাপীঠে তারা মায়ের দর্শন করার সুযোগ পাবেন, এছাড়াও বন্দে ভারতে চড়ে শান্তিনিকেতন ঘুরতে যেতে পারবেন।
আরও পড়ুন : Vande Bharat Express Fare: রবিবার চালু হচ্ছে হাওড়া থেকে ৩ রুটে ৩ বন্দে ভারত, কত পড়বে ভাড়া
২২৩০৯ হাওড়া-ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি বোলপুরে স্টপেজ দেবে সকাল ৯:২৭ মিনিটে এবং রামপুরহাটে স্টপেজ দেবে সকাল ১০ঃ২৩ মিনিটে। অন্যদিকে ২৩৩১০ ভাগলপুর-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি রামপুরহাটে স্টপেজ দেবে রাত ৬:১৩ মিনিটে এবং বোলপুর স্টেশনের স্টপেজ দেবে রাত ৬:৫১ মিনিটে। বন্দে ভারতে চড়ে বোলপুর থেকে রামপুরহাট পৌঁছাতে সময় লাগবে ৫৪ মিনিট, অন্যদিকে রামপুরহাট থেকে বোলপুর সময় লাগবে মাত্র ৩৬ মিনিট।
বোলপুর থেকে রামপুরহাট যাওয়ার জন্য বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে এসি চেয়ার কারের ভাড়া পড়বে ৫২৫ টাকা। অন্যদিকে এক্সিকিউটিভ চেয়ার কারের ভাড়া পড়বে ৯৪৫ টাকা। রামপুরহাট থেকে বোলপুরের জন্য এসি চেয়ার কারের ভাড়া পড়বে ৪৮৫ টাকা এবং এক্সিকিউটিভ চেয়ার কারের ৯১০ টাকা। আর এই ভাড়া দেখে অনেকেই এতদিন ভেবেছিলেন এই ট্রেনটি চালু হলে তারা বন্দে ভারতে চড়ার শখ মেটাবেন, কিন্তু স্বপ্ন থাকলেও সেই শখ মেটানো হবে অনেক বেদনাদায়ক।