ভোট ঘোষণা হতেই বীরভূমে খেলা শুরু, রাতে খেলতে নামলেন তৃণমূল কর্মীরা

Madhab Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : একুশের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার আগেই বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল স্লোগান তুলেছিলেন ‘খেলা হবে’। আবার ভোট ঘোষণার দিন অর্থাৎ শুক্রবার তিনি বলেন, ‘ওরা বিকেল সাড়ে চারটের সময় ভোট ঘোষণা করবে আর সন্ধ্যে সাতটার পর থেকে আমাদের খেলা শুরু হবে। চারজন করে খেলা। ঘরে ঘরে খেলা, বাড়িতে বাড়িতে খেলা হবে।’

Advertisements

আর এরই বাস্তবায়ন দেখা গেল ভোট ঘোষণার দিন রাতে। ভোট ঘোষণা হতেই বীরভূমের বোলপুরের তৃণমূল কর্মীরা রাতে খেলা শুরু করে দিলেন। অনুব্রত মণ্ডল যেমন কি খেলা হবে তার তাৎপর্য এখনো পর্যন্ত সামনে আনেননি। ঠিক তেমনই এই তৃণমূল কর্মীরাও খেলতে নামলেন নিজেদের মত করে, খেলার ধাঁচ সম্পূর্ণ আলাদা আঙ্গিকের।

Advertisements

শুক্রবার সন্ধ্যার পর থেকে বোলপুরের ভুবনডাঙ্গা এলাকার তৃণমূল কর্মীরা ৪-৫ জনের দল বেঁধে হাতে মিষ্টির প্যাকেট নিয়ে বাড়ি বাড়ি যেতে শুরু করলেন। আর সেই মিষ্টির প্যাকেট বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে বললেন, ‘খেলা হবে’। ‘উন্নয়নের খেলা হবে’। যদিও অনুব্রত মণ্ডল কি উন্নয়নের খেলার কথা বলেছেন! তা অবশ্য কারোর জানা নেই। জানেন তিনি আর তার দলের কর্মীরাই।

Advertisements

বাড়ি বাড়ি মিষ্টির প্যাকেট এবং ‘খেলা হবে’ এই বার্তা পৌঁছে দেওয়ার পর এলাকার প্রাক্তন কাউন্সিলর জানান, “আজ যেহেতু ভোট ঘোষণা হয়েছে, সেই আনন্দে আমরা বাড়ি বাড়ি এই মিষ্টির প্যাকেট দিয়ে উন্নয়নের খেলা যাতে হয় তার বার্তা পৌঁছে দিলাম। আমাদের এখানে ২৯ শে এপ্রিল ভোট আর সেই দিনই উন্নয়নের খেলা হবে। পাশাপাশি আমরা দশ বছরের আমাদের সরকারের উন্নয়নের রিপোর্ট কার্ড পৌঁছে দিচ্ছি।”

[aaroporuntag]
হাতে মিষ্টির প্যাকেট পেয়ে এক গৃহস্থ জানান, “আমাদের কাউন্সিলর এসেছিলেন। মিষ্টির প্যাকেট দিয়ে গেলেন আর বললেন খেলা হবে তো? বললাম খেলা হবে।”

Advertisements