প্রয়াত ‘এক টাকার ডাক্তার’ সুশোভন ব্যানার্জিকে শ্রদ্ধা জানাতে বোলপুরের ব্যবসায়ীদের অভিনব ভাবনা

নিজস্ব প্রতিবেদন : ৫৭ বছর ধরে মাত্র এক টাকায় দুঃস্থ দরিদ্র রোগীদের পরিষেবা দিয়ে আসার পরিপ্রেক্ষিতে ডাক্তার সুশোভন ব্যানার্জি পরিচিতি লাভ করেছিলেন ‘এক টাকার ডাক্তার’ হিসেবে। তার এই কর্ম প্রচেষ্টার জন্য তিনি ভারত সরকারের তরফ থেকে পেয়েছিলেন পদ্মশ্রী সম্মান। তবে এই ডাক্তার মঙ্গলবার সকলকে ছেড়ে চলে যান।

ডাক্তার বাবু ১৯৩৯ খ্রিস্টাব্দের ৩০ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তার মৃত্যুতে শোকোস্তব্ধ হয়ে ওঠেন বোলপুরের বাসিন্দারা। পুরাতন বটগাছকে ঝড়ে ভেঙে যাওয়ার সঙ্গে তুলনা করেছেন তারা। এমন একজন ডাক্তার বাবুকে শেষ শ্রদ্ধা জানাতে কাতারে কাতারে মানুষের ভিড় দেখা যায় তার মরদেহ ঘিরে। আর এবার এই মানুষটিকে শ্রদ্ধা জানাতে অভিনব উদ্যোগ নিলেন বোলপুরের ব্যবসায়ীরা।

বুধবার ডাক্তার সুশোভন ব্যানার্জীর শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর বোলপুরের ব্যবসায়ী সমিতির তরফ থেকে রাতে সিদ্ধান্ত নেওয়া হয়, একদিনের জন্য তাদের ব্যবসা বন্ধ রাখার। একদিন ব্যবসা বন্ধ হলে আর্থিকভাবে তাদের ক্ষতির সম্মুখীন হতে হবে ঠিকই, কিন্তু যে মানুষটি তাদের বছরের পর বছর অভিভাবকের মতো লালন পালন করে গিয়েছেন, তার জন্য তাদের এমন উদ্যোগ।

বোলপুর ব্যবসায়ী সমিতির তরফ থেকে জানানো হয়, বুধবার রাতেই তারা হঠাৎ করে এমন সিদ্ধান্ত নেন বৃহস্পতিবার বোলপুরের সমস্ত দোকানপাট বন্ধ রাখা। এক সিদ্ধান্তেই সবাই সম্মতি দেন এবং সেই মতো বৃহস্পতিবার সমস্ত দোকানপাট বন্ধ থাকে। খোলা ছিল কেবলমাত্র সবজি বাজার। কারণ সবজি কাঁচা জিনিস হওয়ায় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

বোলপুর ব্যবসায়ী সমিতির সদস্যদের তরফ থেকে জানানো হয়েছে, ডাক্তার বাবুকে হারিয়ে তারা আজ অভিভাবকহীন। যে মানুষটি সারা বছর ধরে তাদের অভিভাবকের মতো পরামর্শ দিয়ে আসতেন তিনি আজ আর নেই। তাই তারা একদিনের জন্য ব্যবসা বন্ধ রেখেছেন তাকে শ্রদ্ধা জানাতে। বোলপুর ব্যবসায়ী সমিতির তরফ থেকে নেওয়া এমন পদক্ষেপকে ‘গার্ড অফ অনার’ এর সঙ্গেই তুলনা করেছেন ডাক্তারবাবুর অনুরাগীরা।