অমরনাথ দত্ত : আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই সরগরম বীরভূমের রাজনীতি। বিজেপি এবং তৃণমূলের শীর্ষস্থানীয় নেতাদের রোড শো, পদযাত্রা এবং সভায় ইতিমধ্যেই জেলার রাজনৈতিক পারদ চড়েছে।
তবে এরই পাশাপাশি বেশ কয়েকটি হিংসাত্মক ঘটনাও নজরে এসেছে। ইতিমধ্যেই মঙ্গলবার রাতে রামপুরহাটের বগটুই গ্রামের এক তৃণমূল নেতার দাদা বাবর শেখকে গুলি করে খুন করা হয়। মৃতের পরিবার বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে অভিযোগের আঙুল তুলে। যদিও বিজেপির তরফ থেকে দাবি করা হয় তৃণমূলের গোষ্ঠী কোন্দলের কারণেই খুন হয়েছেন ওই ব্যক্তি।
আর এই পরিস্থিতিতে যখন জেলার রাজনৈতিক পারদ উত্তপ্ত হচ্ছে ঠিক সে সময় মঙ্গলবার রাতেই নানুরে ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। নানুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে নানুরের জলন্দি গ্রামের কাছে মাঠের ধার থেকে একটি ড্রামের ভিতর থেকে ওই তাজা বোমাগুলি উদ্ধার করে। তাজা বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
বোমাগুলি উদ্ধার করার পর পুলিশের তরফ থেকে খবর দেওয়া হয় বোমস্কোয়াডকে। বুধবার সকালে ঘটনাস্থলে পৌঁছায় বোমস্কোয়াডের দল। যার পরেই সেগুলিকে নিষ্ক্রিয় করা হয়।