Bombay Stock Exchange moves forward leaving Hong Kong behind: শেয়ারবাজার হলো এমন একটি জায়গা যেখানে বিভিন্ন কোম্পানি তাদের শেয়ার কেনাবেচা করে থাকে। একে অনেকে পুঁজিবাজার হিসেবেও চিহ্নিত করে থাকে। বিশ্বের প্রতিটা দেশের তরফ থেকে এক বা একাধিক স্টক এক্সচেঞ্জ করা থাকে। এই স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত কোম্পানিগুলি তাদের শেয়ার কেনা বেচা করে স্টক মার্কেটে। এটি একটি আন্তর্জাতিক স্তরের লেনদেন প্রক্রিয়া। প্রতিবছর বিশ্বের স্টক এক্সচেঞ্জের সাথে যুক্ত দেশগুলির একটি তালিকা তৈরি করা হয় তাদের অবস্থানের উপর ভিত্তি করে। ২০২৪ সালের তালিকা অনুযায়ী, চীনকে পিছনে ফেলে স্টক মার্কেটে (Bombay Stock Exchange) এগিয়ে গেছে ভারত।
ভারতে মোট ৩ টি স্টক এক্সচেঞ্জ রয়েছে। তার মধ্যে অন্যতম হলো বিএসই। বোম্বে স্টক এক্সচেঞ্জ (Bombay Stock Exchange) লিমিটেড ভারত তথা বিশ্বের অন্যতম বৃহত্তম স্টক এক্সচেঞ্জ হিসেবে পরিচিত। এবার চীনের স্টক মার্কেটকে পিছনে ফেলে এগিয়ে গেল বিএসই। ২০২৪ এর জানুয়ারি মাস থেকে স্টক মার্কেটে বিভিন্ন স্টক এক্সচেঞ্জের অবস্থানে অদল বদল লক্ষ্য করা যাচ্ছিল। তালিকায় হংকং স্টক এক্সচেঞ্জকে টপকে এগিয়ে এসেছে বোম্বে স্টক এক্সচেঞ্জ। জুন মাসে ব্লুমবার্গের তৈরি করা রিপোর্ট অনুযায়ী, দেখা গেছে একই ঘটনা। বিশ্বের চতুর্থ বৃহত্তম স্টক এক্সচেঞ্জ হিসেবে জায়গা করে নিয়েছে ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জ লিমিটেড।
ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, শেয়ার মার্কেটে বিএসইর মোট মার্কেট ক্যাপের পরিমাণ ৫.১৮ ট্রিলিয়ন ডলার। সেখানে হংকং স্টক এক্সচেঞ্জের মোট মার্কেট ক্যাপের পরিমাণ সামান্য কম, ৫.১৭ ট্রিলিয়ন ডলার। স্টক মার্কেটের তালিকায় থাকা দেশগুলির মধ্যে শির্ষে রয়েছে আমেরিকা। বাকি দেশগুলির মোট মূলধনের ধরা ছোঁয়ার বাইরে রয়েছে আমেরিকার মোট মূলধন। তালিকা অনুযায়ী, আমেরিকার বর্তমান টোটাল মার্কেট ক্যাপের পরিমাণ ৫৬.৪৯ ট্রিলিয়ন ডলার। দ্বিতীয় স্থানে রয়েছে চীনের আরো একটি স্টক এক্সচেঞ্জ যার মোট মার্কেট ক্যাপের পরিমাণ ৮.৮৪ ট্রিলিয়ন ডলার। ৬.৩০ ট্রিলিয়ন ডলার মার্কেট ক্যাপ নিয়ে তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে জাপান। আর এরপরে চতুর্থ স্থানে নাম রয়েছে ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জের (Bombay Stock Exchange)।
আরও পড়ুন ? Nagastra-1: এক ছোবলেই ছবি! ভয়ে কাঁপছে চীন, পাকিস্তান! ভারতীয় সেনারা হাতে পেল নাগাস্ত্র
২০২৩-এর ডিসেম্বর মাস থেকে দেখা গেছে শেয়ার মার্কেটে ভারত দ্রুত গতিতে সাফল্যের পথে এগোচ্ছে। ২০২৪ সালে জানুয়ারি মাসে ভারত হংকং স্টক মার্কেটকে পিছনে ফেলে এগিয়ে যায়। কিন্তু হংকং খুব দ্রুততার সাথে নিজেদের অবস্থান পুনরুদ্ধার করতে সক্ষম হয়। কিন্তু আবারো জুন মাসে হংকং স্টক মার্কেটকে পিছনে ফেলে এগিয়ে গেছে ভারতীয় স্টক এক্সচেঞ্জ। শেয়ার মার্কেটে ভারতের অবস্থান দিন দিন আরও মজবুত হচ্ছে। হংকং এর মতন শক্তিশালী স্টক এক্সচেঞ্জকেও পিছনে ফেলে দিতে সক্ষম ভারতীয় স্টক এক্সচেঞ্জ।
এক সময় জাপান, দক্ষিণ কোরিয়া ভিয়েতনাম এবং দক্ষিণ এশিয়ার মত দেশ গুলিতে একচ্ছত্র রাজ চলত হংকং মার্কেটের। কিন্তু বর্তমানে সেই চিত্র অনেকটাই পাল্টে গেছে। হংকং মার্কেটের চেয়ে ভারতের নতুন দিল্লি মার্কেটে বিনিয়োগ করতে বেশি আগ্রহী আমেরিকা, ইউরোপ, এশিয়া মহাদেশের অন্তর্গত একাধিক সংস্থা। চাহিদার এই তারতম্যের কারণে স্টক মার্কেটে ঘটে গেছে পরিবর্তন। হংকংকে খুব সহজে পিছনে ফেলে এগিয়ে আসতে পেরেছে বোম্বে স্টক এক্সচেঞ্জ লিমিটেড (Bombay Stock Exchange)। বিশেষজ্ঞদের মতে স্টক মার্কেটে ভারতের অবস্থান প্রতিনিয়ত আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।