West Bengal Weather: কয়েকদিন পরেই তাপমাত্রা নামবে ১০ ডিগ্রির নিচে, আসছে হাড় কাঁপানো ঠাণ্ডা

Prosun Kanti Das

Published on:

Advertisements

West Bengal Weather Update: শীতের মরশুমের মাঝামাঝি খবর এলো আবহাওয়া দপ্তরের তরফে। পিঠে পুলির মরশুমে কি জানালেন আবহাওয়া দপ্তরের ডিরেক্টর হাবিবুর রহমান বিশ্বাস? তিনি জানালেন আগামী দিনে কুয়াশা আরও বাড়তে পারে। যার ফলে রাস্তাঘাটের দৃশ্যমানতা কমবে। সঙ্গে সমভূমিতে হালকা শিলাবৃষ্টি এবং পাহাড়ি এলাকায় তুষারপাত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আগামী শুক্রবার থেকেই শুরু হবে তাপমাত্রার পতন। এদিন ১২ থেকে ১৩ ডিগ্রি থাকতে পারে তাপমাত্রা।

Advertisements

আরও জানা যাচ্ছে কুয়াশার দাপট থাকবে। উত্তরবঙ্গের আবহাওয়ারও (West Bengal Weather) নিস্তার নেই। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে অতিরিক্ত কুয়াশার জন্য চারপাশের দৃশ্যমানতা কমে আসবে ৫০ মিটারের কাছে। দক্ষিণবঙ্গেও মাঝারি কুয়াশা থাকবে বলে জানিয়েছে হওয়া অফিস। বেশি কুয়াশা প্রভাব ফেলবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। একই সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বাড়বে কুয়াশার দাপট। যার ফলে সকালের দিকে চারপাশ কুয়াশার জন্য দৃশ্যমানতা হারাবে।

Advertisements

মঙ্গলবার থেকেই উত্তরের পাহাড়ি অঞ্চলে শিলাবৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা ছিল। যার ফলে ইতিমধ্যেই কমেছে দার্জিলিং ও কালিংপং সহ একাধিক পার্বত্য শহরের তাপমাত্রা। যার ফলে পুনরায় জাঁকিয়ে বসেছে শীত। ইতিমধ্যেই গড়ে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পতন হতে দেখা গিয়েছে। জানা যাচ্ছে আগামীতে এই তাপমাত্রা আরও কমবে। ফলে বাংলায় বেশ চেপে ঠাণ্ডা (West Bengal Weather) পড়তে চলেছে বলে অনুমান করা হচ্ছে। তবে হাড় কাঁপানো কনকনে ঠাণ্ডা পড়ার সম্ভাবনা এখন নেই।

Advertisements

আরও পড়ুন:Kolkata HouseKolkata House: বাড়ি করার খরচ বাড়লো কলকাতায়, স্বপ্নের বাড়ি করতে মাথায় হাত মানুষের

এদিকে গতকাল কলকাতার আকাশে হালকা কুয়াশার চাদরে ঢাকলে তাপমাত্রা আরও কিছুটা কমেছে বলে জানা যাচ্ছে। আজ অর্থাৎ বৃহস্পতিবার এই তাপমাত্রা আরও এক ডিগ্রি কমতে পারে বলে জানাচ্ছে হওয়া অফিস। আর আগামী শুক্রবারের মধ্যে বাংলার তাপমাত্রা (West Bengal Weather) আরোও কমে ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে বলে আগাম জানাচ্ছে হওয়া অফিস।

এছাড়া আগামী দুই দিনের মধ্যেই দক্ষিণ বঙ্গের সমস্ত জেলাতেই ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রার (West Bengal Weather) পতন হতে দেখা যেতে পারে। পশ্চিমের বেশ কিছু জেলার ক্ষেত্রে এক ধাক্কায় ১০ ডিগ্রি পারদ নামতে চলেছে বলে খবর। তবে হওয়া অফিস জানাচ্ছে আবারও রবিবার থেকে তাপমাত্রার বৃদ্ধি পেতে শুরু করবে। আসন্ন পশ্চিমী ঝঞ্ঝার কারণে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও ঊর্ধ্বমুখী হতে চলেছে বলে খবর।

Advertisements