হাতে টাকা না থাকলেও বন্দে ভারতে চড়ার সখ পূরণ, না জানলে মিস

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেলের তরফ থেকে প্রতিনিয়ত যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে নতুন নতুন পরিষেবা আনা হচ্ছে। এই সকল পরিষেবার মধ্যে অন্যতম একটি পরিষেবা হল বন্দে ভারত এক্সপ্রেস। যে ট্রেনটি এখন দেশের প্রতিটি মানুষের কাছে স্বপ্নের ট্রেন হিসাবে পরিণত হয়েছে।

সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে এই বুলেট ট্রেন। যে কারণে ট্রেনের রন্ধ্রে রন্ধ্রে দেশের ছোঁয়া থাকলেও বিদেশে সফর করার অনুভূতি মিলবে। ডেকোরেশন থেকে শুরু করে টয়লেট সব জায়গাতেই এমন সব ব্যবস্থা রয়েছে যা রাজার হালে যাত্রা করার থেকে কম কিছু নয়। এছাড়াও এই ট্রেনের লুক বার বার বুলেট ট্রেনকে মনে করিয়ে দেয়।

নতুন এই ট্রেন চালু হওয়ার পর প্রতিটি মানুষই এই ট্রেনে চড়ার স্বপ্ন দেখছেন। তবে ট্রেনের ভাড়া সাধারণ ট্রেনের তুলনায় অনেক বেশি হওয়ার কারণে সেই শখ কতজনের পূরণ হবে তা নিয়ে সন্দেহ রয়েছে। যদিও রেলের এমন সব ব্যবস্থাপনা রয়েছে তাতে কোন যাত্রীর কাছে টাকা না থাকলেও তিনি অত্যাধুনিক এই ট্রেনে চড়ার শখ মেটাতে পারেন।

ট্রেনের টিকিট বুকিং করার সময় যাত্রীদের কাছে পেমেন্ট করার জন্য বিভিন্ন অপশন দেওয়া হয়। সেক্ষেত্রে কোন যাত্রীর কাছে যদি তৎক্ষণাৎ টাকা নাও থাকে তাহলে তিনি Pay Later অপশন বেছে নিতে পারেন। এক্ষেত্রে তিনি টিকিটের মূল্য পরে মিটিয়ে দেওয়ার সুযোগ পাবেন।

এছাড়াও ওই যাত্রীর হাতে যদি তৎক্ষণাৎ টাকা না থাকে তাহলে তিনি ধাপে ধাপে টিকিটের মূল্য শোধ করার সুযোগ পাবেন। ধাপে ধাপে টিকিটের মূল্য শোধ করার জন্য টিকিট বুকিং করার সময় পেমেন্ট অপশনে EMI বেছে নিতে হবে। এই দুটি পদ্ধতি অবলম্বন করে হাতে তৎক্ষণাৎ টাকা না থাকলেও বন্ধে ভারত এক্সপ্রেস ট্রেনের সফর করার সুযোগ দিচ্ছে ভারতীয় রেল। এই দুটি উপায় কেবলমাত্র পড়ে টাকা শোধ করার উপায়, তা বলে এমন নয় যে টাকা না দিয়েই আপনি এই ট্রেনে সফর করতে পারবেন।