Lower Berth Ticket: লোয়ার বার্থের টিকিট পেতে চান, এই ভাবে টিকিট কাটলে একটিও মিস হবে না

Prosun Kanti Das

Published on:

Advertisements

Lower Berth Ticket: ভারতীয় রেলওয়ে হল ভারত তথা বিশ্বের অন্যতম বৃহৎ পরিবহন ব্যবস্থা। এই পরিবহন ব্যবস্থাটির মাধ্যমে নিত্যদিন লক্ষাধিক যাত্রী যাতায়াত করেন। ধনী থেকে দরিদ্র সকলেই ভারতীয় রেলওয়ের সাহায্যে নিজেদের গন্তব্যস্থলে পৌঁছতে পারে। স্বল্প খরচে এবং অল্প সময়ে এর থেকে ভালো পরিবহন ব্যবস্থা আর হতে পারে না। ভারতীয় রেল সর্বদাই দূরপাল্লার ট্রেনে যাত্রীদের নিরাপত্তা ও আরামের দিকেও বিশেষ খেয়াল রাখে। আজকের প্রতিবেদনে আমরা জানতে পারবো কিভাবে ভারতীয় রেল প্রবীণ নাগরিকদের জন্য লোয়ার বার্থ টিকিট কাটার সুবন্দোবস্ত করে দিচ্ছে।।

Advertisements

দূরপাল্লার ট্রেনে প্রবীণ নাগরিকদের দীর্ঘ যাত্রা করার জন্য সবথেকে সুবিধা হয় লোয়ার বার্থে সিট হলে। আইআরসিটিসির দৌলতে এই সুবিধা পেতে চলেছেন প্রবীণ নাগরিকরা। কিন্তু প্রবীণ নাগরিকেরা লোয়ার বার্থের টিকিট সবসময় পান না এবং তার জন্যই ভারতীয় রেলের এই সুব্যবস্থা। আজকের এই প্রতিবেদনে আপনারা জানতে পারবেন আইআরসিটিসি-র তরফ থেকে বলা একটি সহজ পদ্ধতি যার মাধ্যমে অনায়াসে পাওয়া যাবে লোয়ার বার্থে সিট (Lower Berth Ticket)।

Advertisements

আরো পড়ুন: ডেডিকেটেড ফ্রেট করিডর (ডিএফসি) প্রকল্পের মাধ্যমে কি নতুনত্ব এলো ভারতীয় রেল পণ্য পরিবহনে?

সমাজমাধ্যমের পাতায় সম্প্রতি এক সাংবাদিক তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন যে, তাঁর কাকার পায়ে সমস্যা থাকার কারণে টিকিট বুকিংয়ের সময় লোয়ার বার্থ সিট প্রেফারেন্স দিয়েছিলেন। তারপরও তাঁর কাকাকে আপার বার্থ দেওয়া হয়েছে। এই অভিযোগ যাতে আর কোন যাত্রী করতে না পারে তার প্রচেষ্টাই করছে আইআরসিটিসি।

Advertisements

আরো পড়ুন: এখন আপনার সাথেই ট্রেনেই যাত্রা করতে পারবে আপনার বাইক, ট্রেনে বাইক পাঠানোর নিয়মগুলি কি কি

সাংবাদিকের এই অভিযোগের ভিত্তিতে আইআরসিটিসি জানিয়েছে যে, যখনই কোন যাত্রী দূরপাল্লার যাত্রার জন্য টিকিট বুক করবেন তখন যদি জেনারেল কোটার অধীনে টিকিট বুক করেন, তবে লোয়ার বার্থ (Lower Berth Ticket) ফাঁকা থাকলে, তাদের অনুরোধ অনুযায়ী অবশ্যই লোয়ার বার্থে সিট দেওয়া হয়। যদি কোনও সিট ফাঁকা না থাকে, তবে সিট দেওয়া সম্ভব নয়।

কিন্তু অনেক সময় যাত্রীরা জেনারেল কোটার বদলে রিজার্ভেশন চয়েস অপশন সিলেক্ট করে টিকিট বুক করেন, সেক্ষেত্রে কিন্তু যাত্রীদের পছন্দ অনুযায়ী সিট পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তাহলে পছন্দের সিট পেতে গেলে যাত্রীকে রিজার্ভেশন চয়েজ অপশন সিলেক্ট করতে হবে। জেনারেল কোটায় টিকিট বুকিংয়ের ক্ষেত্রে ‘ফার্স্ট কাম, ফার্স্ট সার্ভ’ নিয়মেই টিকিট দেওয়া হয়। এরপর থেকে দূরপাল্লার টিকিট কাটার আগে প্রবীণ নাগরিকদের জন্য এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন।

Advertisements