এই পদ্ধতিতে ট্রেনের টিকিট কাটলে মিলবে ৫ শতাংশ ছাড়, দারুণ সুযোগ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ট্রেনের উপর নির্ভর করে প্রতিদিন দেশের লক্ষ লক্ষ মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করেন। লক্ষ লক্ষ মানুষের এই যাতায়াতের দিকটি লক্ষ্য করে ভারতীয় রেলকে গণপরিবহনের মেরুদন্ড বলা হয়। এবার এই গণপরিবহনের মেরুদন্ডে টিকিট বুকিং করে মিলবে ৫ শতাংশ ছাড়।

Advertisements

বর্তমানে বহু মানুষের হাতে এসেছে ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ড আসার ফলে ক্রেডিট কার্ডের মাধ্যমে দিন দিন বাড়ছে লেনদেন। সেরকমই যে সকল গ্রাহকদের কাছে HDFC RuPay IRCTC credit card রয়েছে তারা অনলাইনে আইআরসিটিসি ওয়েবসাইট থেকে টিকিট বুকিং করার সময় পাঁচ শতাংশ ছাড় পেতে পারেন।

Advertisements

সম্প্রতি এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে HDFC RuPay IRCTC credit card লঞ্চ করা হয়েছে। এই ক্রেডিট কার্ড ব্যবহার করার জন্য ব্যবহারকারীদের বছরে ৪৯৯ টাকা চার্জ দিতে হবে। এই ক্রেডিট কার্ড সেই সকল ব্যবহারকারীদের জন্য একেবারে উপযুক্ত যারা হামেশাই ট্রেনে যাতায়াত করে থাকেন।

Advertisements

তবে এই ক্রেডিট কার্ড ব্যবহার করে ট্রেনের টিকিট বুকিং করা ছাড়াও অন্যান্য কাজও করা যায়। এই ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের ব্যাংকের তরফ থেকে যে সকল অফার দেওয়া হচ্ছে তার রীতিমত পয়সা উসুল। যেমন এই ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা প্রথম ৩০ দিনের লেনদেনের ক্ষেত্রে ৫০০ টাকার অ্যামাজন ভাউচার পাবেন।

এছাড়াও আইআরসিটিসি ওয়েবসাইটে প্রতি ১০০ টাকা রিজার্ভেশনে খরচ করার ক্ষেত্রে পাওয়া যাবে পাঁচ ক্যাশ পয়েন্ট। এছাড়াও যদি টিকিট বুকিং করার সময় যাত্রীরা HDFC smart buy ব্যবহার করেন তাহলে আরও পাঁচ শতাংশ ছাড়ের সুযোগ পাবেন।

Advertisements