Ronaldinho at kolkata: কলকাতায় ব্রাজিলিয়ান ফুটবলার রোনাল্ডিনহো! কবে কোথায় কী প্রোগ্রাম? না জানলে মিস

Prosun Kanti Das

Published on:

Advertisements

Brazilian Football Magician Ronaldinho Gaucho at kolkata: শুক্রবার মায়ের বোধন। কিন্তু দুর্গাপুজো নিয়ে বাঙালির বাঁধভাঙা উচ্ছ্বাস শুরু হয়ে গেছে মহালয়া থেকেই। বিশেষ করে শহর কলকাতার বুকে তিলোত্তমাবাসীর উচ্ছাসের শেষ নেই। বিভিন্ন প্যান্ডেল খুলে দেওয়া হয়েছে সাধারণের জন্য। মহালয়া থেকেই প্যান্ডেলে মানুষের ভিড় চোখে পড়ার মতো। এই উৎসবের মাঝেই কলকাতাবাসীর আর এক পাওনা ব্রাজিলের ফুটবল জগতের ম্যাজিশিয়ান রোনাল্ডিনহো (Ronaldinho at kolkata)। নানান কর্মসূচি নিয়ে তিনি পা রেখেছেন কলকাতা শহরে। তাকে একবার নিজের চোখে দেখার জন্য ফুটবল অনুরাগী এবং ব্রাজিলের সমর্থকদের উচ্ছাস ছিল দেখার মত।

Advertisements

নির্দিষ্ট সময়মত রবিবার সন্ধ্যায় কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে পৌঁছান তিনি (Ronaldinho at kolkata)। জানা গেছে ক্রীড়া সংগঠক শতদ্রু দত্তের উদ্যোগেই ফুটবলের জাদুকরের ভারতে তথা কলকাতায় আগমন। আগামী দুদিন কলকাতার নানা প্রান্তে তার বিভিন্ন কর্মসূচি থাকছে। জানা গেছে মন্ত্রী সুজিত বসুর পরিচালিত শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোতেও হাজির হবেন রোনালদিনহো। তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে এদিন উপস্থিত ছিলেন সুজিত বসু সহ আরো বিশিষ্ট ব্যক্তিরা। অগণিত মানুষ এদিন তাকে দেখে চিৎকার করে এবং হাত নাড়িয়ে স্বাগত জানান। এত মানুষের উচ্ছ্বাস দেখে তাকেও আবেগে ভাসতে দেখা যায়।

Advertisements

চোখে চশমা, মাথায় টুপি পরিহিত ফুটবল ম্যাজিশিয়ান রোনাল্ডিনহোকে দেখতে ভিড় উপচে পড়েছিল বিমানবন্দরে (Ronaldinho at kolkata)। প্রশাসনের তরফ থেকে অবশ্য বেশ আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল। বিমানবন্দর থেকে বেড়িয়ে বাইপাসের ধারে ৭ স্টার হোটেলে যান বিশ্বকাপ জয়ী ব্রাজিলের এই ফুটবল তারকা। জানা যাচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব সহ আহিরিটোলা যুবকবৃন্দ, বারুইপুর, গ্রিন পার্ক এবং রিষড়ার দুর্গাপুজোয় যেতে পারেন এই ফুটবল তারকা। ক্রীড়া উদ্যোগপতি শতদ্রু দত্ত রোনাল্ডিনহোকে কলকাতায় আনার ব্যাপারে বিশেষ উদ্যোগ নিয়েছিলেন। কিছুদিন আগেই ২০২২ ফুটবল বিশ্বকাপে জয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজও কলকাতা ঘুরে যান। এবার রোনাল্ডিনহোর আগমনে খুশি সব ফুটবল প্রেমীরা।

Advertisements

কলকাতার ফুটবল মাঠে তো তিনি অবশ্যই যাবেন। সেই সঙ্গে তিনি দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কলকাতার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। জানা গেছে কিছুটা বিশ্রাম গ্রহনের পর রোনাল্ডিনহো প্রথম দিন যাবেন মণ্ডপ উদ্বোধনে। এরপর যাবেন ডায়মন্ডহারবার এফসিতেও। ১৭ অক্টোবর অর্থাৎ মঙ্গলবার তিনি ডায়মন্ডহারবার এফসি ও শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মধ্যে একটি প্রদর্শনী ম্যাচে খেলবেন তিনি। বাটানগরের বাটা স্টেডিয়ামে এই ম্যাচ হবে। এছাড়া কলকাতার প্রথম সারির পুজোগুলোর উদ্বোধনও সারবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে তাকে একটি জার্সি উপহার দেবেন তিনি। এছাড়া ক্রিকেটের মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের থেকে ক্রিকেট শেখার আবেদনও করেছেন তিনি। তাকে দেখার জন্য আপাতত মুখিয়ে আছে গোটা শহরবাসী।

Advertisements