Traffic Rules: উল্টো বা ভুল রাস্তায় বাইক চালাচ্ছেন! গুনতে হবে মোটা জরিমানা, খাটতে হবে জেল

Prosun Kanti Das

Published on:

Advertisements

Breaking the law and riding the bike on the wrong side of the road will be punished and fined: ভারত হলো গাড়ির বাজারে দিক থেকে পৃথিবীতে চতুর্থ। প্রতিবছর লক্ষ লক্ষ গাড়ি এখানে নথিভুক্ত হয় সেটা চারচাকাও হতে পারে এবং মোটরসাইকেলও হতে পারে। ভারতের দুর্ঘটনার সংখ্যা বৃদ্ধি পাওয়ার সবথেকে বড় কারণ হলো জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে পাল্লা দিয়ে বেড়ে চলা যানবাহনের সংখ্যা। বিশ্ব ব্যাংক যে রিপোর্ট পেশ করেছে সেটা অনুযায়ী, পৃথিবীতে ঘটে যাওয়া ১১ শতাংশ সড়ক দুর্ঘটনার জন্য দায়ী ভারতের এই সড়ক পথ। গোটা দেশবাসী সড়ক পথের বিভিন্ন নিয়ম ও নিরাপত্তা নিয়ে যথেষ্টই উদাসীন (Traffic Rules)। সেই উদাসীনতার ফলই হল যথেচ্ছ হারে সড়ক দুর্ঘটনা।

Advertisements

সম্প্রতি শোনা গেছে যে, দিল্লি-মেরঠ এক্সপ্রেসওয়েতে একটি স্কুল বাস এবং গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। তথ্য অনুসারে জানা গেছে যে, বাসটি সড়কের ভুল দিক থেকে আসছিল এবং এর আগেও বহুবার শাস্তি পেয়েছে (Traffic Rules)। একটা ভুলের জন্য চলে গেল ছটি প্রাণ এবং ভারত সাক্ষী থাকলো এদেশে বর্তমানে গাড়ির তুলনায় বাইকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে প্রচুর। প্রতিনিয়ত বাইক দুর্ঘটনার পরিমাণও অনেকাংশ বেড়ে গেছে। কিন্তু আপনি যদি ভুল পথে বাইক চালান আপনাকে দিতে হবে মোটা অংকের জরিমানা এবং হতে পারে তিন মাসের জেল।

Advertisements

মোটর ভেহিকেল আইন অনুযায়ী, ট্রাফিক রুল ভেঙে (Traffic Rules) কোন বাইক আরোহী যদি ভুল পথে বাইক চালান তাহলে ৫০০ টাকা থেকে ১০০০ টাকা জরিমানা দিতে হবে। নিয়ম ভাঙ্গার অপরাধে সেই বাইক আরোহীকে ৩ মাসে জেল হেফাজতে রাখা হবে। যদি কোন কারনে সমস্যা আরো গভীর হয় তাহলে সেই বাইক আরোহীর ড্রাইভিং লাইসেন্স তিন মাসের জন্য রেখে দিতে পারে পুলিশ।

Advertisements

ভারতের দিনের পর দিন বাইক দুর্ঘটনার পরিমান বৃদ্ধি পাওয়ার আসল কারণ কি? প্রচুর মানুষ প্রতিদিন ভুল পথে বাইক চালান (Traffic Rules)। কলেজ এমন শাস্তির মুখে পড়তে হয় তেমন দুর্ঘটনাও ঘটে অনেক। এক পরিসংখ্যান অনুযায়ী, ভুল পথে ড্রাইভিং করার ফলে ২০১৯ সালে ৯,২০০ জনের মৃত্যু হয় এবং তার মধ্যে ৭২২৬ জনের মৃত্যু হয়েছে জাতীয় সড়কে। তাই অবশ্যই গাড়ি কিংবা বাইক চালানোর আগে ট্রাফিক রুল মেনে চালানো উচিত।

২০২০ সালে ঘটে যাওয়া বিভিন্ন পথ দুর্ঘটনার মধ্যে ৬ শতাংশ ঘটেছে ট্রাফিক রুল না মানার জন্য। তাই অবশ্যই পুলিশকে ট্রাফিক রুল ভাঙ্গার জন্য আরো কড়া পদক্ষেপ নিতে হবে। বর্তমানে শুধুমাত্র ভুল পথে গাড়ি চালালে যে জরিমানা দিতে হবে তা না বিভিন্ন কারণে ট্রাফিক নিয়ম ভাঙ্গলে দিতে হবে মোটা অংকের জরিমানা। যদি আপনি বাইক চালানোর সময় হেলমেট না পড়েন তাহলে পুলিশকে দিতে হবে হাজার টাকা জরিমানা।

Advertisements