‘সোশ্যাল মিডিয়ায় আসক্তি নেই এমন বৌ চাই’, বিজ্ঞাপন প্রকাশ্যে আসতেই ভাইরাল

Sangita Chowdhury

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : কনে দেখতে এসে বরপক্ষের হাজারও দাবি থাকে। কারোর দাবি বুদ্ধিমতী, লক্ষ্মীমন্ত পাত্রী, কেউবা চান আধুনিকা, চাকুরিজীবী পাত্রী। যুগের সঙ্গে তাল মিলিয়ে মিলিয়ে মানুষের চাহিদা বদলাচ্ছে। একটা সময় মানুষ সংস্কৃতিমনস্কা পাত্রী চাইতেন আর আজ চাইছেন আসক্তিহীন পাত্রী। সোশ্যাল মিডিয়ার আসক্তিহীন পাত্রী খুঁজছেন যুবক।

Advertisements

যখন প্রথম সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যম ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ ইত্যাদি এসেছিল তখন মানুষ এগুলিকে তাদের অবসর কাটানোর মাধ্যম হিসেবে বেছে নিয়েছিলেন। কিন্তু বর্তমানে এই মাধ্যমগুলি রীতিমতো নেশায় পরিণত হয়েছে। তাই সেলফি নেশায় বুঁদ হয়ে কেউ জলে পড়ে যান, কেউবা ফেসবুকের পোষ্ট শেয়ার করতে করতে রাস্তা পার হন। এই ভাবেই সোশ্যাল মিডিয়া আজ নেশার মত চেপে বসেছে এই প্রজন্মের ভিতর। তাই অনেকেই চান না যে তাদের হবু স্ত্রী যেন সোশ্যাল মিডিয়া আসক্ত না হন। আর এই বিষয়টিকেই একমাত্র চাহিদা করে বিজ্ঞাপন দিলেন হুগলির কামারপুকুরের এক বাসিন্দা।

Advertisements

এই প্রসঙ্গে হুগলির ওই বাসিন্দার বক্তব্য, “নেশাগ্রস্ত নই। হাইকোর্টের আইনজীবী। একটি গাড়ি রয়েছে। বাবা মা জীবিত আছেন। কামারপুকুরে গ্রামের বাড়ি। ফর্সা, সুন্দরী, লম্বা রোগা পাত্রীর দাবি নেই।” বছর ৩৭ এর এই পাত্র পেশায় আইনজীবী। সম্পূর্ণ সচেতনভাবে তিনি খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছেন, “সোশ্যাল মিডিয়ায় আসক্তি নেই এমন পাত্রী চাই।”

Advertisements

তার এই বিজ্ঞাপন মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কেউ কেউ এই বিজ্ঞাপনকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে গ্রহণ করেছেন কেউ কেউ আবার বিরূপ সমালোচনাও করেছেন।

Advertisements