বৃষ্টির জলে টইটম্বুর নদী, মুহুর্তের মধ্যে মুছে সাফ আস্ত বাঁধ

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : টানা বৃষ্টিতে দেশের অধিকাংশ রাজ্যেরই বর্তমানে করুণ পরিস্থিতি। এমতো অবস্থায় প্রতিনিয়ত বৃষ্টির ফলে একটি নদী বাঁধের জল পৌঁছে গিয়েছিল কানায় কানায়। সেই মুহূর্তে জল ছাড়ার কাজ শুরু হলেই চোখের নিমেষে ধুয়ে মুছে সাফ হয়ে গেল ব্রিজ।

Advertisements

মঙ্গলবার এমনই ভয়ঙ্কর ঘটনার সাক্ষী থাকলো মধ্যপ্রদেশের দাতিয়া। ওই জেলার মনিখেদা থেকে জল ছাড়তেই নদীর জল স্তর অনেকটাই বেড়ে যায়। প্রবল গতিতে জল দিয়ে যেতে শুরু করে। আর এর ধাক্কা সামলাতে না পেরে এমন দুর্ঘটনা ঘটে। ভয়ঙ্কর সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Advertisements

মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান জানিয়েছেন, অতিবৃষ্টির কারণে মনিখেদা বাঁধের জল কানায় কানায় পৌঁছে গিয়েছিল। এই পরিস্থিতিতে দশটি গেট খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এই বিপুল পরিমাণ জল ছাড়ার কারণে নদী তীরবর্তী বাসিন্দারা সতর্ক থাকতেও নির্দেশ দেওয়া হয়েছিল। তবে বেলা বাড়ার সাথে সাথে গ্বালিয়রের সঙ্গে সংযোগকারী ব্রিজটি জলের তোড়ে সম্পূর্ণ ধুয়ে মুছে যায়।

Advertisements

এই ব্রিজটি ছিল রতনগঢ়ের বিখ্যাত দুর্গা মন্দিরের সাথে যোগাযোগ স্থাপনের সহজতম পথ। কিন্তু গতকাল মনিখেদা বাঁধ থেকে বিপুল পরিমাণে জল ছাড়ার কারণে সেই জলের ধাক্কা সজোরে লাগে এই ব্রিজে। আর সেই ধাক্কা সামলাতে না পেরে এই মুহুর্তের মধ্যে জলের তোড়ে সম্পূর্ণ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায় এই ব্রিজ। যদিও ঘটনার কথা আগে থেকে টের পেয়ে এই ব্রিজের উপর দুর্ঘটনার সময় কেউ ছিলেন না। যে কারণে হতাহতের কোনো খবর নেই।

প্রসঙ্গত, এই ব্রিজটির ক্ষেত্রে আরও একটি ভয়ঙ্কর ইতিহাস রয়েছে। এই ব্রীজেই পদপিষ্টের ঘটনায় কমপক্ষে ১১৫ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছিল। যে ঘটনা আজও শিউরে দেয় গোটা দেশকে। এমন মর্মান্তিক ঘটনাটি ঘটেছিল ২০১৩ সালে।

Advertisements