BS6 Bike: BS6 বাইক চালালে নুন্যতম কত পেট্রোল রাখতে হয়! না জেনে অধিকাংশরাই ফ্যাসাদে পড়ে যান

Prosun Kanti Das

Published on:

Advertisements

BS6 is the minimum amount of petrol required to ride a bike: যারা বাইক চালাতে ভালোবাসেন তাদের নিজেদের বাইক সবসময় যত্নে রাখতে হয়। বাইকে দিতে হয় প্রয়োজনীয় জিনিসপত্র। আগে অনেক অল্প দামে এবং পরিমাণে সহজেই বাইকে পেট্রোল ভরা যেত। কিন্তু এখন আর তা সম্ভব নয়, পেট্রোলের দাম বর্তমানে আকাশছোঁয়া। কোনো এক সময় বাইকে মাত্র ১০০ থেকে ২০০ টাকার পেট্রোল ভরে অনেকেই চালাতেন। ঠিক সেই সময় বেশিরভাগ বাইকে থাকতো কার্বুরেটর ইঞ্জিন তাই কোনরকম সমস্যা হবার কথাই ছিল না। BS6 বাইক যাদের আছে তারা কতটা তেল ভরে বাইকে জানেন কি (BS6 Bike)?

Advertisements

বর্তমানে অবশ্য বেশিরভাগ বাইকের ক্ষেত্রে ব্যবহার করা হয় এফআই ইঞ্জিন। আপনারা কি আদৌ জানেন যে কার্বুরেটর ইঞ্জিনের থেকে অনেকটাই আলাদা। ফুয়েল ইনজেকটেড ইঞ্জিনের ফুয়েল পাম্প পেট্রোলের মাধ্যমেই লুব্রিকেট হতে থাকে। যে সব বাইক বা স্কুটিতে (BS6 Bike) ফুয়েল ইঞ্জেকটেড ইঞ্জিন ব্যবহার করা হয়, সেখানে আপনি যদি ১০০ কিংবা ২০০ টাকার পেট্রোল ভরে চালান তাহলে বিপদ হওয়া একেবারে নিশ্চিত।

Advertisements

অনেক গাড়িতেই (BS6 Bike) আজকাল ব্যবহার করা হয় এফআই ইঞ্জিন তাই সেসব গাড়িতে ফুয়েল পাম্প বেশি সেনসিটিভ। ছোট ভুল কিন্তু ফুয়েল পাম্পের বড় ক্ষতি করতে পারে। যদি কখনো মাঝরাস্তায় আপনার বাইক খারাপ হয় তাহলে বিপদে ফেলতে পারে আপনাকে। শুধু বাইক কিনলেই হবেনা তার সঠিক পরিচর্যা করা কিন্তু আবশ্যিক। কিছু বিষয় আপনাকে মাথায় রাখতেই হবে।

Advertisements

আরও পড়ুন ? Motorcycle seat colour: মোটর বাইকের সিটের রঙ কেন কালোই হয়! গ্যারেজ মেকানিকরাও জানেন না

আপনার কি এফআই ইঞ্জিনের বাইক (BS6 Bike) চালাতে অভ্যস্ত? তাহলে অবশ্যই মাথায় রাখবেন কমপক্ষে আপনাকে আড়াই থেকে তিন লিটার পেট্রোল রাখতে হবে। তবে বাইকের ফুয়েল ট্যাঙ্ক লুব্রিকেট হওয়ার সুযোগ পাবে। কিন্তু যদি কোনোভাবে আড়াই লিটারের কম পেট্রোল রেখে বাইক চালানো হয় সেক্ষেত্রে ফুয়েল পাম্প ও তার সঙ্গে কানেক্টেড যন্ত্রাংশগুলি বিগরোতে শুরু করবে। পাশাপাশি ফুয়েল পাম্পে বাতাস ঢুকতে শুরু করবে।

কিন্তু পেট্রোলের মান এই ব্যাপারে সবথেকে বড় ব্যাপার। মান ভালো না হলে বিপদ হবে আপনার বাইকের। যে কোনও পেট্রোল পাম্প থেকে তেল ভরাবেন না কারন তেলের মান কিন্তু বিশেষ একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইঞ্জিনের ক্ষতি হলে বাইকের আয়ু কমে যাবে। যদি এফআই বাইকের ফুয়েল পাম্প একবার খারাপ হয় তাহলে খরচের শেষ থাকবে না।

Advertisements