BSF and CRPF Recruitment: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, চলছে ৪১৮৭ সেনা নিয়োগ, রইল আবেদন পদ্ধতি।

Antara Nag

Published on:

Advertisements

BSF and CRPF Recruitment by Staff Selection Commission: কিছুদিনের মধ্যেই ভারতে লোকসভা ভোট অনুষ্ঠিত হতে চলেছে। আর তার আগেই স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে প্রতিরক্ষা দপ্তরের জন্য বেশ কিছু কর্মী নিয়োগ (BSF and CRPF Recruitment) করা হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বি. এস. এফ., সি. আই. এস. এফ., সি. আর. পি. এফ. ইত্যাদি বিভিন্ন ক্ষেত্র মিলিয়ে মোট ৪১৮৭ টি শুন্য পদের জন্য সাব-ইন্সপেক্টর নিয়োগ (BSF and CRPF Recruitment) করা হবে বলে জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

Advertisements
শিক্ষাগত যোগ্যতা

যে কোন স্বীকৃত কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে অথবা সমতুল্য কোন ডিগ্রী থাকতে হবে। চলতি শিক্ষাবর্ষে যারা স্নাতক হবার শেষ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তারাও এই পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।

Advertisements
বয়স সীমা

সাব ইন্সপেক্টর পদের জন্য আবেদন করতে গেলে সাধারণ আবেদনকারীদের বয়স হতে হবে ২১ থেকে ২৫ বছরের মধ্যে। সংরক্ষিত জাতি বা উপজাতিরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে কিছু ছাড় পাবেন।

Advertisements
বেতন

প্রতিমাসে বেতন দেওয়া হবে ৩৫ হাজার টাকার উর্ধ্বে।

আবেদন ফি

আবেদন করার জন্য মূলত আবেদনকারী পিছু ১০০ টাকা করে ফি ধার্য করা হলেও মহিলা ও সংরক্ষিত জাতি ও উপজাতিদের ক্ষেত্রে কিছু ছাড় দেওয়া হবে বলে জানানো হয়েছে।

পরীক্ষা পদ্ধতি

পরীক্ষায় মোট দুটি পেপার ও মেডিক্যিল টেস্ট থাকবে। প্রথম পেপারটিতে থাকবে সাধারণ জ্ঞান, সাধারণ সচেতনতা এবং ইংরেজি বিষয় ভিত্তিক কিছু প্রশ্ন দ্বিতীয় পেপারটি সম্পূর্ণ ইংরেজি ভাষার উপর ভিত্তি করে নেওয়া হবে। এছাড়াও সম্পূর্ণ শারীরিক চেকআপের পাশাপাশি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট নেওয়া হবে।
প্রথম ও দ্বিতীয় উভয় পত্রের জন্য ২০০ নম্বর করে ধার্য করা আছে। দুটো পত্রেরেরই পরীক্ষার সময়সীমা দুঘন্টা করে দেওয়া হবে। প্রতিটা ভুল প্রশ্নের উত্তরের জন্য ০.২৫ নম্বর করে নেগেটিভ মারকিং করা হবে।

আবেদন পদ্ধতি

অনলাইনে স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গেলে আবেদন করতে পারবেন।

    আরও পড়ুন ? Data Manager Recruitment: কন্যাশ্রী প্রকল্পে চাকরি দিচ্ছে রাজ্য, নিয়োগ হবে এই জেলায়।

  1. প্রথমে নাম, ফোন নাম্বার এই ধরনের কিছু ব্যক্তিগত ইনফরমেশন দিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে।
  2. তারপর রেজিস্টার করা আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করে ব্যক্তিগত, শিক্ষাগত এবং যোগ্যতাগত কিছু তথ্য প্রদানের মাধ্যমে ফর্মটি ফিলাপ করতে হবে।
  3. তারপর প্রয়োজনীয় নথিগুলি আপলোড করতে হবে। যেমন, ছবি স্বাক্ষর ইত্যাদি।
  4. এরপর অনলাইনে ফি জমা দিয়ে আবেদন জমা দেওয়ার প্রক্রিয়াটি সম্পন্ন করুন।

আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলে অ্যাপ্লিকেশন ফর্মটির কপি ডাউনলোড করে রাখতে ভুলবেন না। ৪ঠা মার্চ থেকে আবেদনপত্র গ্রহণ করা শুরু হবে এবং ২৮ শে মার্চ অব্দি আবেদন জমা দিতে পারবেন আবেদনকারীরা।

Advertisements