Bangladesh Border: ভারতের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক সম্পর্ক যত দিন যাচ্ছে ততই খারাপের দিকে যাচ্ছে। এই উত্তেজনামূলক পরিস্থিতিতে ভারত বাংলাদেশ সীমান্তে যে বৈঠক করেছে বিএসএফ ও বিজিবির সীমান্তরক্ষী বাহিনীর উচ্চপদস্থ কর্তারা। কোথায় হয়েছে এই বৈঠক? ভারতের পেট্রাপোল সীমান্তের অপরপ্রান্ত বাংলাদেশের বেনাপোলের ‘নো ম্যানস ল্যান্ড’-এ এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। গুরুত্বপূর্ণ এই বৈঠকে উপস্থিত ছিলেন বিএসএফের আইজি সাউথ বেঙ্গল মনিন্দ্র সিং পাওয়ার।
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি খারাপ হয়েছে বহুদিন আগে থেকেই। কোটা আন্দোলন থেকে শুরু করে হাসিনার দেশত্যাগ, সবকিছুই টালমাটাল পরিস্থিতির সৃষ্টি করেছে বাংলাদেশে। এমনকি সংখ্যালঘু হিন্দুদের ওপর যেভাবে অত্যাচার করা হচ্ছে তা সত্যিই নিন্দার বিষয়। এই ঘটনার জন্য বাংলাদেশকে সমালোচনার সম্মুখীন হতে হচ্ছে গোটা বিশ্বের সামনে। তবে দুই দেশের পক্ষ থেকে আপ্রাণ চেষ্টা করা হচ্ছে যাতে সম্পর্ক আগের মত ঠিক হয়ে যায়। তবে পরিস্থিতি কবে ঠিক হবে কেউ জানে না।
বৃহস্পতিবার সকালে বিএসএফের আইজি সাউথ বেঙ্গল মনিন্দ্র সিং পাওয়ার পেট্রাপোল বন্দরে চলে আসেন। এখানে আয়োজিত হয়েছিল সেই বৈঠক। বাংলাদেশের বেনাপোলের সীমানায় (Bangladesh Border) দাঁড়িয়ে প্রতিবেশী দেশের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে সমন্বয় বৈঠক চলে। এই বৈঠক চলেছিল প্রায় দুই ঘণ্টা ধরে। এখানেই শেষ নয় সেই বৈঠকের পরে তিনি পেট্রাপোল সীমান্তের বিএসএফ ক্যাম্পে ভারতীয় সীমান্ত সুরক্ষার দায়িত্বে থাকা আধিকারিকদের সঙ্গেও প্রায় আধঘণ্টা বৈঠক করেন।
আরও পড়ুন:China: তবে কি লাদাখকে হাতের মুঠোয় করার অভিসন্ধি আটছে চীন
ফের কলকাতা ফিরে যাওয়ার সময় সাংবাদিকদের সামনে তিনি বলেন যে, বৈঠক ছিল ঠিকই কিন্তু তা শুধুমাত্রই নিয়মমাফিক। বেনাপোলে (Bangladesh Border)এই মিটিং হয়েছিল বিজিবির ডাকে। এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজিবির উচ্চপদস্থ আধিকারিকেরাও। এই বৈঠকে আলোচিত হয়েছিল দুই দেশের বিভিন্ন ইস্যু নিয়ে।তবে ভারতীয় বিএসএফ বাহিনী সীমান্তে খুব কড়াভাবেই নিরাপত্তার সঙ্গে সীমানা সামলাচ্ছে। এখন অবস্থা আগের থেকে অনেক ভালো।
স্থানীয়রা নিষেধাজ্ঞা জারি করেছে বাগদার রনঘাট এলাকায় কোদালিয়া নদী নিয়ে। এই প্রসঙ্গে আইজি সাউথ বেঙ্গল জানান, এই বিষয়ে তাদের কাছে কোনরকম তথ্য নেই। গ্রামবাসীদের আশ্বস্ত হওয়ার সবথেকে বড় কারণ হলো ভারতীয় সীমান্ত সুরক্ষায় আছে বিএসএফরা। দুই দেশের বৈঠকে কি কি পরিবর্তন আসবে সীমান্তে (Bangladesh Border)এখন শুধু সেটাই দেখার অপেক্ষা।