BSNL Recharge: প্রতিদিন ২ জিবি ডেটা, ৩৬৫ দিন ভ্যালিডিটি! সবচেয়ে সস্তায় রিচার্জ প্ল্যান দিচ্ছে BSNL

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : মহার্ঘ হয়ে দাঁড়িয়েছে মোবাইল খরচ। জুলাই মাসে ৩ তারিখ থেকে মোবাইল খরচ (Mobile Recharge) বাড়িয়েছে জিও ও এয়ারটেল, অন্যদিকে ৪ তারিখ থেকে খরচ বাড়িয়েছে ভোডাফোন আইডিয়া। প্রত্যেক বেসরকারি টেলিকম সংস্থার কেউ খরচ বাড়িয়েছে ১১% থেকে ২৫ শতাংশ, আবার কেউ ১২.৫% থেকে ২৫ শতাংশ। তবে এখনো রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL) দিচ্ছে সবচেয়ে সস্তায় রিচার্জ প্ল্যান।

Advertisements

দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা হিসাবে বিএসএনএল বরাবর গ্রাহকদের সস্তায় পরিষেবা দিয়ে থাকে। আর যখন অন্যান্য টেলিকম সংস্থাগুলি তাদের খরচ অনেকটাই বৃদ্ধি করেছে সেই সময় বিএসএনএলের রিচার্জ প্ল্যানগুলি (BSNL Recharge) আরও সস্তা হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে বিএসএনএলের এমন কিছু রিচার্জ প্ল্যান রয়েছে যেগুলির সঙ্গে অন্যদের খরচের পার্থক্য এক হাজার টাকার বেশি।

Advertisements

বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন লাগাতার সস্তায় গ্রাহকদের সুবিধা দিচ্ছে বিএসএনএল, সেই সময় গ্রাহকরাও অন্যান্য টেলিকম সংস্থাগুলি থেকে ধীরে ধীরে মুখ ফিরিয়ে বিএসএনএলের দিকে ঝুঁকছেন। পরিসংখ্যান বলছে, কোনো এলাকায় আগে যেখানে বিএসএনএল-এর ১০ টি সিম কার্ড বিক্রি করতে হিমশিম খেতে হতো, সেই জায়গায় এখন দিনে ৬০ থেকে ৭০টি সিম কার্ড বিক্রি করছে সংস্থাটি। অর্থাৎ বিক্রি বেড়েছে ৬০০ থেকে ৭০০ শতাংশ। আবার এই সকল গ্রাহকদের অধিকাংশই অন্য নেটওয়ার্ক থেকে পোর্ট করছেন বিএসএনএল-এ।

Advertisements

আরও পড়ুন ? Jio Cashback: দাম বাড়িয়ে চাপে জিও! কাস্টমার ধরতে ৫০ টাকা ছাড় ঘোষণা ৮৪ দিনের এই রিচার্জ প্ল্যানে

প্রযুক্তিগত দিক দিয়ে বিএসএনএল জিও অথবা airtel-এর মত টেলিকম সংস্থার থেকে পিছিয়ে থাকলেও ধীরে ধীরে তারা দেশের বিভিন্ন জায়গায় 4G নেটওয়ার্ক বসানোর কাজ শুরু করে দিয়েছে। এক্ষেত্রে হাইস্পিড ডেটা নিয়েও খুব একটা চিন্তা করতে হবে না গ্রাহকদের। কেননা 4G পরিষেবা খুব তাড়াতাড়ি আরো বিভিন্ন জায়গায় রোলআউট হবে বলে জানিয়েছে সংস্থা। আর এসবের মধ্যেই সস্তায় ৩৬৫ দিনের একটি রিচার্জ প্ল্যানের খোঁজ মিলল।

বিএসএনএল মাত্র ১৫১৫ টাকায় ৩৬৫ দিনের একটি রিচার্জ প্ল্যান গ্রাহকদের উপহার দিচ্ছে। এই রিচার্জ প্ল্যানটি ব্যবহার করলে প্রতিদিন ২ জিবি করে ডেটা পাওয়া যায়। যে সকল গ্রাহকরা বেশি করে ইন্টারনেট চালান তাদের জন্য এই রিচার্জ প্ল্যানটি বেশ সস্তার। তবে এই রিচার্জ প্ল্যানটিতে কল অথবা এসএমএস কোন সুবিধা দেওয়া হয় না। এই ধরনের রিচার্জ প্ল্যান অন্য কোন টেলিকম সংস্থার নেই বললেই চলে, তাও আবার এত সস্তায়।

Advertisements