নিজস্ব প্রতিবেদন : Jio, Airtel যখন 5G পরিষেবা নিয়ে বাজার কাঁপাতে শুরু করেছে, সেই সময় দীর্ঘ প্রতীক্ষার পর দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL 4G পরিষেবা লঞ্চ করেছে। প্রযুক্তিগত দিক দিয়ে বিএসএনএল কলকাতাতেও 4G পরিষেবা লঞ্চ করে দিয়েছে। আর এরই মধ্যে এবার তাদের তরফ থেকে নতুন একটি রিচার্জ প্ল্যান আনা হলো, যাতে ১৬০ দিনের ভ্যালিডিটির পাশাপাশি মিলছে ডেটা সহ বিভিন্ন ধরনের সুবিধা।
দেশে যে সকল মোবাইল ব্যবহারকারীরা রয়েছেন তারা মনে করছেন BSNL দেশজুড়ে পুরোদমে 4G পরিষেবা চালু করলে রীতিমতো চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে Jio থেকে Airtel এর মত টেলিকম সংস্থাগুলি। সব থেকে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে ভোডাফোন আইডিয়া। কেননা তারাও এখন 5G পরিষেবা লঞ্চ করতে পারেনি। যে কারণে বিএসএনএল এবং ভোডাফোন আইডিয়ার মধ্যে যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতা চলবে।
রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল মূলত যে জায়গায় দেশের অন্যান্য টেলিকম সংস্থাগুলিকে টেক্কা দিতে পারে সেটি হল রিচার্জ প্ল্যান। কেননা বিএসএনএল-এর রিচার্জ প্ল্যান আগেও অন্যান্য টেলিকম সংস্থার থেকে সস্তা ছিল, এখনো রয়েছে এবং আগামী দিনেও হয়তো থাকতে পারে। যেমন বিএসএনএল-এর সস্তায় বাজার কাঁপানো রিচার্জ প্ল্যানটি হল ৯৯৭ টাকা (BSNL 997 Plan)।
আরও পড়ুন ? Reliance Jio: ভারতের পর এবার বিদেশ! 4G, 5G পরিষেবায় এবার আম্বানির হাত পড়বে এই দেশে
বিএসএনএল গ্রাহকরা ৯৯৭ টাকার রিচার্জ প্ল্যান রিচার্জ করলে ১৬০ দিনের ভ্যালিডিটি পাবেন। অর্থাৎ একবার রিচার্জ করলে টানা ৫ মাস ১০ দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। এই রিচার্জ প্ল্যান রিচার্জ করলে গ্রাহকদের প্রতি মাসে ১৮১ টাকারও কম খরচ হবে। এত সস্তায় এই মুহূর্তে দেশের কোন টেলিকম সংস্থা গ্রাহকদের পরিষেবা দেয় না।
কেননা এই রিচার্জ প্ল্যান গ্রাহকদের প্রতিদিন ২ জিবি করে হাইস্পিড ডেটা দিচ্ছে। এর পাশাপাশি হাইস্পিড ডেটা শেষ হয়ে গেলেও ৪০ কেবিপিএস স্পিডে আনলিমিটেড ইন্টারনেট করার সুযোগ থাকছে। পাশাপাশি ভারতবর্ষের যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড কল, প্রতিদিন ১০০ টি করে এসএমএস এবং হার্ডি গেমস, চ্যালেঞ্জার এরিনা গেমস, Gameon and Astrotell, Gameium, Lysyn Podocast, জিং মিউজিক, WOW এন্টারটেইনমেন্ট, বিএসএনএল টিউনস সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে। এত কিছু সুযোগ সুবিধা আর কোন সংস্থার রিচার্জ প্ল্যানে পাবেন?