Advertisements

BSNL: লাগবে না ২০০ টাকাও! BSNL দিচ্ছে প্রতিদিন ২ জিবি ডেটা, আনলিমিটেড কল, ভ্যালিডিটি ৭০ দিন

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : গত ৩ জুলাই জিও ও এয়ারটেল এবং ৪ জুলাই ভিআই তাদের ট্যারিফ প্ল্যান বৃদ্ধি করার পর দেশের সাধারণ নাগরিকদের মোবাইল রিচার্জ খরচ এখন অনেকটাই বেড়ে গিয়েছে। দেশের বিপুলসংখ্যক মানুষের উপর এর প্রভাব পড়েছে, কেননা দেশের অধিকাংশ মানুষেরাই এই বেসরকারি তিন টেলিকম সংস্থার নেটওয়ার্ক ব্যবহার করে থাকেন। তবে এইসব মুহূর্তেই বিএসএনএল (BSNL) ২০০ টাকার নিচে একটি রিচার্জ প্ল্যানে দিচ্ছে আনলিমিটেড কল থেকে শুরু করে ডেটা সবকিছুই।

Advertisements

রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করার পর দেশের সাধারণ গ্রাহকরা এখন জিও, এয়ারটেল এবং ভিআই-এর উপর ভরসা কমাতে শুরু করেছেন, তারা এখন সস্তার টেলিকম নেটওয়ার্ক খোঁজাখুঁজি চালাচ্ছেন। সস্তার টেলিকম নেটওয়ার্ক বলতে তেমন আর কিছু নেই ভারতে, রয়েছে কেবলমাত্র রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল। রাষ্ট্রায়ত্ত ওই টেলিকম সংস্থার দিকেই এখন একের পর এক মানুষদের ঝুঁকতে দেখা যাচ্ছে।

Advertisements

রিচার্জের দাম বাড়ার আগে পর্যন্ত বিএসএনএল যে এলাকায় দিনে মাত্র ১০টি সিম কার্ড বিক্রি করতে হিমশিম খেত, সেই জায়গায় এখন তারা দিনের ৬০ থেকে ৭০ টি সিম কার্ড বিক্রি করছে। হিসেব অনুযায়ী তাদের সিম কার্ড বিক্রি ৬০০ থেকে ৭০০ শতাংশ বেড়ে গিয়েছে। কেনই বা বাড়বে না, কেননা এই টেলিকম সংস্থা যদি ২০০ টাকার নিচে সবকিছু দেয় তাহলে কেন গ্রাহকরা অন্য টেলিকম সংস্থায় বেকার বেকার বেশি খরচ করবেন।

Advertisements

আরও পড়ুন ? BSNL FRC: আনলিমিটেড কল, প্রতিদিন ১ জিবি ডেটা! BSNL-এ এইভাবে ১০৮ টাকাতেই মিলতে পারে দুর্দান্ত সুবিধা

২০০ টাকার নিচে বিএসএনএল ১৯৭ টাকার একটি রিচার্জ প্ল্যান রেখেছে। যে রিচার্জ প্ল্যানটি রিচার্জ করলে গ্রাহকরা ৭০ দিন ভ্যালিডিটি পান। কেবলমাত্র ৭০ দিন ভ্যালিডিটি নয়, পাশাপাশি এর সঙ্গে দেওয়া হয় আনলিমিটেড কল, প্রতিদিন ২ জিবি ডেটা, প্রতিদিন ১০০ টি করে এসএমএস। এছাড়াও প্রতিদিনের ২ জিবি ডেটা শেষ হয়ে যাওয়ার পর আনলিমিটেড ইন্টারনেট চালানো যায় 40kbps স্পিডে।

তবে এই রিচার্জ প্ল্যানটি রিচার্জ করলে গ্রাহকরা ৭০ দিন ভ্যালিডিটি পেলেও ডেটা ও আনলিমিটেড কলের সুবিধা কিন্তু রয়েছে মাত্র ১৫ দিনের জন্য। বাকি দিনগুলি গ্রাহকদের সাধারণ চার্জ হিসাবে সিম কার্ড চালাতে হবে। এক্ষেত্রে ভয়েস কলের জন্য লোকাল নম্বরের ক্ষেত্রে প্রতি মিনিটে এক টাকা এবং এসটিডি কলের ক্ষেত্রে প্রতি মিনিটে এক টাকা ৩০ পয়সা কাটা হবে। এসএমএস চার্জ প্রতি এসএমএস লোকালের জন্য ৮০ পয়সা ও জাতীয় স্তরের জন্য এক টাকা ২০ পয়সা। ইন্টারনেট চালালে প্রতি এমবিতে খরচ হবে ২৫ পয়সা।

Advertisements