সবচেয়ে সস্তায় BSNL দিচ্ছে ৪২৫ দিনের জন্য আনলিমিটেড কল ও ইন্টারনেট

নিজস্ব প্রতিবেদন : গত নভেম্বর মাসের শেষ থেকে দেশের প্রতিটি বেসরকারি টেলিকম সংস্থার নিজেদের দাম বাড়িয়েছে। তাদের ট্যারিফ প্ল্যান বৃদ্ধি পেয়েছে ২০-২৫ শতাংশ। তবে এই দুর্মূল্যের বাজারেও এখনো পর্যন্ত দেশের সবচেয়ে সস্তার টেলিকম নেটওয়ার্ক হিসাবে যারা নিজেদের অস্তিত্ব বজায় রাখতে সক্ষম হয়েছে সে হলো BSNL।

রাষ্ট্রায়ত্ত এই টেলিকম সংস্থা এখনও পর্যন্ত নিজেদের কোনো প্ল্যানের দাম বৃদ্ধি করার মত পদক্ষেপ নেয়নি। উপরন্তু তারা তাদের অফার অনুযায়ী এমন কিছু নতুন নতুন প্ল্যান গ্রাহকদের সামনে তুলে ধরেছে যাতে ধরাশায়ী হতে বাধ্য যেকোনো টেলিকম সংস্থা। এমনই একটি রিচার্জ প্ল্যান রয়েছে রাষ্ট্রায়ত্ত এই টেলিকম সংস্থার, যাতে গ্রাহকরা এক বছরের বেশি আনলিমিটেড কল এবং ইন্টারনেটের সুযোগ পাচ্ছেন।

দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL-এর এই রিচার্জ প্ল্যানটি ২৩৯৯ টাকা। তবে এই রিচার্জ প্ল্যান রিচার্জ করার জন্য গ্রাহকদের হাতে সময় খুব কম রয়েছে। কারণ সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, এই রিচার্জ প্ল্যানে বর্তমানে যে অফার দেওয়া হচ্ছে তা চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। পুনরায় এই অফারের বৈধতা বাড়ানোর ঘোষণা এখনো করা হয়নি।

২৩৯৯ টাকার রিচার্জ প্ল্যানে রয়েছে ভারতবর্ষের যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কল করার সুবিধা। এছাড়াও রয়েছে প্রতিদিন ১০০টি করে এসএমএস। এর পাশাপাশি রয়েছে রোজ ৩ জিবি করে ডেটা। ৩১ ডিসেম্বর পর্যন্ত এই রিচার্জ করলে গ্রাহকরা পাবেন ৪২৫ দিনের ভ্যালিডিটি। এছাড়াও এই রিচার্জ প্ল্যানে রয়েছে বিএসএনএল টিউন, ইরোস নাও সাবস্ক্রিপশন বিনামূল্যে।

এই প্রসঙ্গে আরও বলে রাখা ভালো, BSNL-এর আরও একটি সস্তার বার্ষিক প্ল্যান হলো ১৯৯৯ টাকা। এর ভ্যালিডিটি ৩৬৫ দিন এবং এতে রয়েছে ভারতবর্ষের যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কল, প্রতিদিন ১০০ টি করে এসএমএস, ৫০০-১০০ জিবি ডেটা, বিএসএনএল টিউন, ইরোস নাও সাবস্ক্রিপশন।