4G-এর সঙ্গে আসছে 5G, BSNL-এর নয়া পরিকল্পনা

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে যে সকল টেলিকম সংস্থা নিজেদের অস্তিত্ব বজায় রেখেছে সে সকল টেলিকম সংস্থাগুলির মধ্যে একমাত্র রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL। একসময় এই টেলিকম সংস্থার বিপুলসংখ্যক গ্রাহক থাকলেও ধীরে ধীরে সেই সকল গ্রাহকরা অন্য টেলিকম সংস্থায় ঝুঁকেছেন। তবে এই টেলিকম সংস্থা পুনরায় ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টায় মরিয়া।

এই টেলিকম সংস্থার বিভিন্ন সময়ে গ্রাহকদের জন্য বিভিন্ন অফার দিলেও এখনো পর্যন্ত 4G পরিষেবা চালু করতে পারে নি। তবে শুধু 4G পরিষেবা নয় এর পাশাপাশি 5G পরিষেবা নিয়েও নতুন পরিকল্পনা গ্রহণ করছে রাষ্ট্রায়াত্ত এই টেলিকম সংস্থা। এই টেলিকম সংস্থার নতুন পরিকল্পনায় রীতিমত ঘাম ঝরতে শুরু করেছে অন্যান্য বেসরকারি টেলিকম সংস্থাগুলির।

রাষ্ট্রায়ত্ত এই টেলিকম সংস্থা একই সঙ্গে 4G এবং 5G দুই পরিষেবা চালু করার পরিকল্পনা গ্রহণ করছে। এই পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে চলতি বছর ১৫ আগস্টেই। ঐদিন দেশজুড়ে 4G পরিষেবা চালু করার পাশাপাশি নন-স্ট্যান্ডঅ্যালন (NSA) মোডে 5G পরিষেবার নেটওয়ার্কের সূচনা হবে বলে জানা যাচ্ছে।

নন-স্ট্যান্ডঅ্যালন অর্থাৎ 4G পরিষেবার পরিকাঠামোর মধ্য দিয়েই দেওয়া হবে 5G পরিষেবা। এই পদ্ধতিতে পরিষেবা শুরু করার একেবারে প্রাথমিক ধাপে পরিষেবা দিয়ে থাকে টেলিকম সংস্থাগুলি। এক্ষেত্রে এর একাধিক সীমাবদ্ধতা রয়েছে।

সর্বভারতীয় এক সংবাদ সংস্থার খবর অনুযায়ী জানা যাচ্ছে, এই পরিষেবা শুরু করার বিষয়ে অনুমোদনের জন্য ইতিমধ্যেই প্রুফ অফ কনসেন্টের উপর কাজ শুরু করে দিয়েছে সেন্টার ফর ডেভেলপমেন্ট অব টেলিমেটিকস। পাশাপাশি সি-ডটের চেয়ারম্যান রাজকুমার উপাধ্যায় জানিয়েছেন, 5G প্রযুক্তির কাজ চলছে। আগস্ট মাসেই BSNL 4G এবং 5G পরিষেবা চালু করে দেবে।

আগস্ট মাসের ১৫ তারিখ BSNL 5G NSA চালু করার পর ২০২৩ সালের তৃতীয় ত্রৈমাসিকে 5G SA চালু করার পরিকল্পনা গ্রহণ করেছে। স্বাভাবিকভাবেই যখন অন্যান্য টেলিকম সংস্থাগুলি নিজেদের প্ল্যানের খরচ বৃদ্ধি করেছে সেই সময় BSNL-এর এমন পদক্ষেপ গ্রাহকদের আকৃষ্ট করছে।