কবে লঞ্চ হবে BSNL 4G, অবশেষে জানা গেল দিনক্ষণ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে বর্তমানে যে সকল টেলিকম সংস্থা নিজেদের অস্তিত্ব বজায় রেখেছে সে গুলি হলো, Jio, Airtel, Vi এবং একমাত্র রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL। এই সকল টেলিকম সংস্থার মধ্যে সবচেয়ে বেশি গ্রাহক সংখ্যা হল Jio-র। এর পরেই রয়েছে Airtel এবং Vi।

Advertisements

অন্যদিকে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থার BSNL-এর গ্রাহক সংখ্যা সবচেয়ে কম। তবে এই টেলিকম সংস্থার গ্রাহক সংখ্যা সবচেয়ে কম হলেও এই টেলিকম সংস্থার দিকে বহু গ্রাহকের ঝোঁক রয়েছে। ঝোঁক রয়েছে মূলত খরচ কম হওয়ার কারণে। তবে এর পাশাপাশি এই টেলিকম সংস্থা এখনো পর্যন্ত 4G পরিষেবা লঞ্চ করতে না পারার কারণে ক্ষোভও রয়েছে গ্রাহকদের মধ্যে। তবে সেই ক্ষোভ এবার প্রশমিত হতে চলেছে। জানা গেল কবে চালু হবে 4G পরিষেবা।

Advertisements

দেশের রাষ্ট্রায়াত্ত একমাত্র টেলিকম সংস্থা দেশজুড়ে 4G পরিষেবা চালু করার জন্য সাহায্য নিচ্ছে টিসিএস অর্থাৎ টাটা কনসালটেন্সি সার্ভিসেসের। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এই পরিষেবা চালু করা হবে, যা এর আগে কোন বেসরকারি টেলিকম সংস্থার 4G পরিষেবা চালু করার ক্ষেত্রে ব্যবহার করা হয়নি। যে কারণে এই দুই সংস্থার কর্মীদের মধ্যে নিরলস পরিশ্রম চলছে দ্রুত 4G পরিষেবা চালু করার জন্য।

Advertisements

এই সংক্রান্ত বিষয়ে BSNL-এর কনজিউমার মোবিলিটি দপ্তরের ডিরেক্টর সুশীল কুমার মিশ্র জানিয়েছেন, স্মার্ট টাওয়ারের পরিবর্তে মনোপোল বসিয়ে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়া হবে এই ফোরজি পরিষেবা। এক্ষেত্রে দুটি সুবিধা রয়েছে বলে তিনি জানিয়েছেন। একদিকে এই পদ্ধতির ফলে খরচ অনেক কম হয় এবং এর ফলে নেটওয়ার্ক ভালো দিতে সক্ষম। দেশজুড়ে এক লক্ষ টাওয়ার বসানোর পরিকল্পনা রয়েছে সংস্থার।

এর পাশাপাশি এই 4G পরিষেবা লঞ্চের দিন হিসাবে সুশীল কুমার মিশ্র জানিয়েছেন, চলতি বছর স্বাধীনতা দিবসের দিন অর্থাৎ ১৫ আগস্ট ভারতে 4G পরিষেবা চালু করবে BSNL। টেলিকম বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগেই লঞ্চের বিষয়ে এই ধরনের টাইমলাইনের কথা বলেছিলেন।

Advertisements