নিজস্ব প্রতিবেদন : গত বছর নভেম্বর এবং ডিসেম্বর মাসে দেশের বেসরকারি তিন টেলিকম সংস্থা Jio, Airtel, Vi নিজেদের প্ল্যানের দাম বৃদ্ধি করেছে। তবে এ যাবৎ রাষ্ট্রায়াত্ত টেলিকম সংস্থা BSNL নিজেদের খরচ বৃদ্ধির ঘোষণা না করায় গ্রাহকরা বেশ খুশি ছিলেন। কিন্তু সম্প্রতি যে রিপোর্ট পাওয়া গিয়েছে তাতে এই সংস্থার গ্রাহকদের বিশাল খরচ বেড়েছে তাদের অজান্তেই।
BSNL তাদের গ্রাহকদের জন্য একটি নতুন রিচার্জ প্ল্যান এনেছে। নতুন এই রিচার্জ প্ল্যানটি হল ৭৯৭ টাকা। এই নতুন রিচার্জ প্ল্যান আনার পরেই টের পাওয়া গিয়েছে এই রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা তাদের গ্রাহকদের মোবাইলের খরচ অন্ততপক্ষে দ্বিগুণ করে দিয়েছে।
৭৯৭ টাকার রিচার্জ প্ল্যানে গ্রাহকরা পাচ্ছেন তাদের সিম কার্ডের ভ্যালিডিটি ৩৯৫ দিন। এর সঙ্গে এই রিচার্জ প্ল্যানে রয়েছে প্রথম ৬০ দিনের জন্য যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড কল, প্রতিদিন ১০০টি করে এসএমএস এবং প্রতিদিন ২ জিবি করে ডেটা। কিন্তু কিছুদিন আগে পর্যন্ত এই রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থার গ্রাহকরা প্রায় একই রকম সুবিধা পেতেন মাত্র ৩৯৭ টাকায়।
আগে ৩৯৭ টাকায় দেওয়া হতো ৩০০ দিনের সিম কার্ড ভ্যালিডিটি এবং প্রথম ৬০ দিনের জন্য যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড কল, প্রতিদিন ১০০ টি করে এসএমএস এবং প্রতিদিন ২ জিবি করে ডেটা। এখন এই রিচার্জ প্ল্যানে সিম কার্ড ভ্যালিডিটি দেওয়া হচ্ছে মাত্র ২০০ দিন। অর্থাৎ রাষ্ট্রায়ত্ত এই টেলিকম সংস্থা BSNL নিজেদের খরচ বৃদ্ধির ঘোষণা না করলেও ঘুরপথে খরচ অনেকটাই বাড়িয়ে দিয়েছে। এই খরচ বৃদ্ধির পরিমাণ প্রায় দ্বিগুণ।
তবে অন্যান্য টেলিকম সংস্থার তুলনায় নিজেদের সিম কার্ড বা মোবাইল নম্বর বাঁচিয়ে রাখার ক্ষেত্রে এখনো পর্যন্ত সস্তা BSNL। কারণ অন্যান্য টেলিকম সংস্থার গ্রাহকদের তাদের সিমকার্ড বাঁচিয়ে রাখার জন্য মাসে ন্যূনতম ৯৯ টাকা রিচার্জ করতে হয়। সেক্ষেত্রে বছরে তাদের নূন্যতম খরচ ১২০০ টাকা হয়ে থাকে। সেই জায়গায় রাষ্ট্রায়ত্ত এই টেলিকম সংস্থা অনেকটাই সস্তা।