BSNL Tariff Plan: বিএসএনএল এর দাবি অনুযায়ী বাড়বে না মাশুল, জানুন বিস্তারিত খবর

Prosun Kanti Das

Updated on:

Advertisements

BSNL Tariff Plan: বিএসএনএল গ্রাহকদের জন্য সুখবর, ভবিষ্যতে আর বাড়াবে না রিচার্জ প্ল্যানের মাশুল। বেসরকারি টেলিকম সংস্থাগুলোর রিচার্জ প্ল্যান এর মূল্য বৃদ্ধি করাতে শাপে বর হয়েছে বিএসএনএল-এর জন্য। বর্তমানে বিএসএনএল এর গ্রাহক সংখ্যা আগে থেকে অনেকাংশ বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাটির চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর রবার্ট রবি বলেছেন, নিকট ভবিষ্যতে মাশুল বাড়াবে না বিএসএনএল। এই সিদ্ধান্তে বিএসএনএলের সকল গ্রাহকই আশা করি খুশি হবে। তার ওপর এই রাষ্ট্রায়ত্ত সংস্থার বিভিন্ন রকম পরিষেবা গ্রাহকদের খুশি করছে কিনা এবং তাঁদের বিশ্বাস অর্জন করছে কিনা সেটাও দেখতে হবে। নিকট ভবিষ্যতে মাশুল বাড়ানোর কোনও প্রয়োজন অনুভব করছে না এই সংস্থা।

Advertisements

চলতি বছরের গোড়ায় বিএসএনএল বাদ দিয়ে রিলায়েন্স জিয়ো, ভারতী এয়ারটেল ও ভোডাফোন আইডিয়া সকলেই তাদের মাশুল বাড়িয়েছে। রবি এমনটাই মন্তব্য করেছেন যে, পরীক্ষামূলকভাবে চালু হবে বিএসএনএল ফোর-জি পরিষেবা (BSNL Tariff Plan) এবং বাণিজ্যিকভাবে ২০২৪ সালে তা চালু করা হবে। বর্তমানে এই কোম্পানির ফোর-জি গ্রাহক সংখ্যা ১.৮ কোটির মতো।

Advertisements

আরো পড়ুন: কেন কমানো হলো টিকিট বুকিং এর সময়সীমা, কি কারণ আছে এর পিছনে

বিএসএনএল ইতিমধ্যেই তাদের নতুন লোগো উন্মোচন করে ফেলেছে। সাথে চালু করেছে স্প্যাম-ব্লকিং সলিউশন, ওয়াই-ফাই রোমিং সার্ভিস, ইন্ট্রানেট টিভি-সহ সাতটি নতুন পরিষেবা । কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাটি এই পরিষেবাগুলি চালুর মাধ্যমে গ্রাহকদের দিতে চায় নির্ঝঞ্ঝাট, সর্বজনীন এবং সাধ্যের মধ্যে সংযোগ।

Advertisements

আরো পড়ুন: গ্রাহকদের আকৃষ্ট করার জন্য বিএসএনএল আনছে একাধিক নয়া ফিচারস, জানুন বিস্তারিতভাবে

বিএসএনএল বর্তমানে আধুনিক পরিষেবা প্রদান করছে তাদের গ্রাহকদের এবং তারা দাবি করেছে যে তাদের নেটওয়ার্ক এখন স্প্যাম-ফ্রি এবং স্প্যাম বন্ধ করতে তারা একটি ব্যবস্থা চালু করেছে। এমনকি এই সংস্থাটি ঘোষণা করেছে শীঘ্রই চালু করা হবে বিএসএনএল ওয়াই-ফাই রোমিং। এত বাড়তি পরিষেবা দেওয়া সত্ত্বেও বৃদ্ধি পাবে না তাদের কোনরকম মাশুল(BSNL Tariff Plan) ।

বিএসএনএল নেটওয়ার্ক ব্যবহারকারীরা এর ফলে খুব সহজেই যাতায়াত করতে পারবে এবং যে কোনও বিএসএনএল এফটিটিএইচ ওয়াই-ফাই নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত হতে পারবে। যেসব গ্রাহকেরাও বিএসএনএলের এফটিটিএইচ ব্যবহার করে তারা সংস্থার ফাইবার-ভিত্তিক ইন্ট্রানেট লাইভ টিভি পরিষেবায় ৫০০টির বেশি প্রিমিয়াম টিভি চ্যানেল দেখতে পারবে।

Advertisements