নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে নিজেদের গ্রাহক সংখ্যা ধরে রাখতে টেলিকম সংস্থাগুলির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছে অনবরত। তবে এই প্রতিদ্বন্দিতায় বহু সংস্থা ইতিমধ্যেই লোকসানের মুখ দেখছে বলে দাবি করা হচ্ছে। এমত অবস্থায় আগেই তারা মোবাইল খরচ বৃদ্ধি করার আভাস দিয়েছিল।
মোবাইল খরচ বৃদ্ধি করার আবহাওয়া ব্যক্তি মধ্যেই ভারতের জনপ্রিয় টেলিকম সংস্থা এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া তাদের গ্রাহকদের বেশকিছু রিচার্জের পরিবর্তন ঘটিয়েছে। আর এবার সেই একই পথে হাঁটলো রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL। রাষ্ট্রয়ত্ত এই টেলিকম সংস্থার তরফ থেকে তাদের কমকরে ১৪টি রিচার্জ প্ল্যানের বিভিন্ন পরিবর্তন করা হয়েছে।
রাষ্ট্রায়ত্ত এই টেলিকম সংস্থা তাদের যে সকল রিচার্জ প্ল্যানগুলিতে পরিবর্তন ঘটিয়েছে সেগুলির মাধ্যমে গ্রাহকরা আগের তুলনায় কম বেনিফিট পাবেন। যে কারণে এই রিচার্জগুলি করার আগে অবশ্যই তার সম্পর্কে রদবদলের বিষয়টি জেনে নিয়ে তারপরেই রিচার্জ করা জরুরি। আর তা না হলে লোকসানের মুখ দেখতে হবে গ্রাহকদের।
BSNL তাদের যে সকল রিচার্জ প্ল্যানগুলির পরিবর্তন ঘটিয়েছে তার মধ্যে রয়েছে ১৫৩, ১৯৯, ১৯৭, ৩৯৭, ৩৯৯, ৪৮৫, ৬৬৬, ৬৯৯, ৯৯৯, ৯৯৭, ১,৪৯৯, ১,৯৯৯, ২,৩৯৯ টাকা ইত্যাদি। এছাড়াও বেশ কিছু প্রথম রিচার্জের ক্ষেত্রেও পরিবর্তন ঘটানো হয়েছে। পাশাপাশি ন্যূনতম ভ্যালিডিটি রিচার্জগুলিরও বেনিফিটের ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে।
এই সকল রিচার্জ প্ল্যানগুলির কোনো কোনোটির ক্ষেত্রে ঘুরপথে কমানো হয়েছে ভ্যালিডিটি সহ অন্যান্য সুবিধা। আবার কোন কোনটির ক্ষেত্রে ভ্যালিডিটি এবং সুবিধা একই রাখা হলেও বেনিফিট শেষ হয়ে যাওয়ার পর কল এবং এসএমএস করতে যে চার্জ লাগে তা আরও বাড়ানো হয়েছে। মোটের উপর প্ল্যানগুলির দাম একই রাখা হলেও সুবিধার ক্ষেত্রে একাধিক পরিবর্তন ঘটানো গ্রাহকদের খরচ অনেকটাই বেড়ে হয়েছে।