নিজস্ব প্রতিবেদন : বর্তমানে দেশের অধিকাংশ মানুষের হাতে পৌঁছে গিয়েছে মোবাইল কানেকশন। কোটি কোটি মানুষের হাতে মোবাইল কানেকশন পৌঁছে যাওয়ার পাশাপাশি এখন অধিকাংশ গ্রাহকরা আনলিমিটেড বিভিন্ন প্ল্যান ব্যবহার করে থাকেন। বিশেষ করে কথা বলার জন্য একটি রিচার্জ করেই অফুরন্ত কথা বলতে গ্রাহকরা বেশি পছন্দ করছেন। এই ধরনের গ্রাহকদের জন্য এবার খুশির খবর দিল রাষ্ট্রায়ত্ব টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL)।
ভারতের টেলিকম বাজারে বর্তমানে দিন দিন কোণঠাসা হয়ে পড়ছে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল। তবে কোণঠাসা হয়ে পড়লেও তাদের তরফ থেকে ঘুরে দাঁড়ানোর মরিয়া প্রচেষ্টা চালানো হচ্ছে। অন্যদিকে গ্রাহকদের নতুন নতুন অফার দিয়ে প্রতিনিয়ত নিজেদের ঝুলি ধরাচ্ছে Jio, Airtel। তবে আনলিমিটেড কলের সুবিধা প্রদানে এবার বিএসএনএল নতুন যে রিচার্জ প্ল্যান (BSNL Recharge Plan) আনলো তাতে অন্যান্য টেলিকম সংস্থাগুলির চেয়ে সস্তা।
দেশের স্মার্টফোন ব্যবহারকারীদের বড় অংশ জিও, এয়ারটেল অথবা ভোডাফোন আইডিয়ার মতো টেলিকম নেটওয়ার্ক ব্যবহার করলেও যাদের হাতে এখনো স্মার্টফোন নেই তাদের বড় অংশ বিএসএনএল ব্যবহার করে থাকেন। এই সমস্ত গ্রাহকদের এবার অনেক সুবিধা বাড়বে নতুন ওই রিচার্জ প্ল্যানের ফলে। কেননা নতুন ওই রিচার্জ প্ল্যান ব্যবহার করে অনেক সস্তায় গ্রাহকরা আনলিমিটেড কথা বলার সুযোগ পাবেন।
আরও পড়ুন ? Jio Offer: আরও সহজ হবে IPL দেখা, এবার এই প্ল্যানে ২০ জিবি ডেটা বাড়তি দেবে Jio
বিএসএনএলের নতুন যে রিচার্জ প্ল্যানটির কথা বলা হচ্ছে তার জন্য গ্রাহকদের খরচ করতে হবে ৩১৯ টাকা। এই রিচার্জ প্ল্যান ব্যবহার করলে গ্রাহকরা টানা ৬৫ দিন আনলিমিটেড কথা বলার সুযোগ পাবেন। এই রিচার্জ প্ল্যানটি রিচার্জ করলে আলাদা করে আর অন্য কোন ভ্যালিডিটি রিচার্জ করতে হবে না। এছাড়াও এর সঙ্গে আরও বিভিন্ন সুবিধা দেওয়া হচ্ছে।
৩১৯ টাকার রিচার্জ প্ল্যানে ৬৫ দিনের আনলিমিটেড কল ফেসিলিটি থাকার পাশাপাশি থাকছে ৩০০ টি এসএমএস। এছাড়াও মোট ১০ জিবি ডেটা দেওয়া হবে। হিসেব অনুযায়ী এই রিচার্জ প্ল্যান রিচার্জ করলে গ্রাহকদের প্রতিদিন খরচ হবে ৪ টাকা ৯০ পয়সা। একই ধরনের সুবিধা নেওয়ার ক্ষেত্রে অন্যান্য টেলিকম সংস্থার গ্রাহকদের অন্ততপক্ষে প্রতিদিন প্রায় ৬ টাকা খরচ করতে হয়।