সবথেকে সস্তা BSNL, বলছে সমীক্ষা, দেখে নিন ট্যারিফ প্ল্যান

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে যে সমস্ত টেলিকম সংস্থাগুলি রয়েছে বা গ্রাহকদের পরিষেবা দিয়ে আসছে, যেমন জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া সকলেই এবছর ডিসেম্বর মাস থেকে নিজেদের ট্যারিফ রেট বাড়ানোর সিদ্ধান্ত নেয়। হিসাব করে দেখা যাচ্ছে, প্রতিটি টেলিকম সংস্থাই সর্বোচ্চ খরচ বাড়িয়েছে ৪২ শতাংশ পর্যন্ত। কেবলমাত্র এখনও পর্যন্ত বিএসএনএল-এর তরফ থেকে তাদের ট্যারিফ রেট বাড়ানোর কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। বরং গত ৪ই ডিসেম্বর BSNL বেশ কয়েকটি প্ল্যানের কথা প্রকাশ করে। তাদের ট্যারিফ প্ল্যানে রয়েছে বেশ কিছু আকর্ষণীয় রিচার্জ প্ল্যান, যেগুলি মধ্যবিত্তের হাতের নাগালে।

Advertisements

Advertisements

অন্যান্য টেলিকম সংস্থাগুলি যখন নিজেদের ট্যারিফ রেট বাড়িয়ে গ্রাহকদের মাথায় হাত ফেলছে, ঠিক তখনই বিএসএনএল তাদের টুইটার হ্যান্ডেল আকর্ষণীয় এই সকল প্ল্যানগুলি প্রকাশ করে। বিএসএনএলের প্রকাশ করা প্ল্যানগুলি থেকে জানা গিয়েছে, নতুন এই প্ল্যানগুলিতে যেমন রয়েছে আনলিমিটেড কলের সুবিধা ঠিক তেমনি রয়েছে প্রতিদিন ১ জিবি থেকে ৩ জিবি পর্যন্ত ইন্টারনেট ব্যবহার করার সুবিধা। চলুন দেখে নেওয়া যাক আকর্ষণীয় সেই সকল প্ল্যানগুলি।

Advertisements

BSNL -এর রিচার্জ প্ল্যান

  • ৯৭ টাকা – আনলিমিটেড কল, প্রতিদিন ২ জিবি আনলিমিটেড ডেটা, প্রতিদিন ১০০ এসএমএস। বৈধতা ১৮ দিন।
  • ৯৯ টাকা – আনলিমিটেড কল, বৈধতা ২৪ দিন।
  • ৯৮ টাকা – প্রতিদিন ২ জিবি আনলিমিটেড ডেটা। বৈধতা ২৮ দিন।
  • ১০৮ টাকা – আনলিমিটেড কল, প্রতিদিন ১ জিবি আনলিমিটেড ডেটা, ৫০০ এসএমএস। বৈধতা ২৮ দিন।
  • ১১৮ টাকা – আনলিমিটেড কল, প্রতিদিন ০.৫ জিবি আনলিমিটেড ডেটা, প্রতিদিন ১০০ এসএমএস। বৈধতা ২৮ দিন।
  • ১৫৩ টাকা – আনলিমিটেড কল, প্রতিদিন ১.৫ জিবি আনলিমিটেড ডেটা, প্রতিদিন ১০০ এসএমএস। বৈধতা ২৮ দিন।
  • ১৮৬ টাকা – আনলিমিটেড কল, প্রতিদিন ৩ জিবি আনলিমিটেড ডেটা, প্রতিদিন ১০০ এসএমএস। বৈধতা ২৮ দিন।
  • ৩১৯ টাকা – আনলিমিটেড কল। বৈধতা ৮৪ দিন।
  • ৩৯৯ টাকা – আনলিমিটেড কল, প্রতিদিন ১ জিবি আনলিমিটেড ডেটা, প্রতিদিন ১০০ এসএমএস। বৈধতা ৮০ দিন।
  • ৪২৯ টাকা – আনলিমিটেড কল, প্রতিদিন ১ জিবি আনলিমিটেড ডেটা, প্রতিদিন ১০০ এসএমএস। বৈধতা ৮১ দিন।
  • ৪৮৫ টাকা – আনলিমিটেড কল, প্রতিদিন ১.৫ জিবি আনলিমিটেড ডেটা, প্রতিদিন ১০০ এসএমএস। বৈধতা ৯০ দিন।
  • ৬৬৬ টাকা – আনলিমিটেড কল, প্রতিদিন ১.৫ জিবি আনলিমিটেড ডেটা, প্রতিদিন ১০০ এসএমএস। বৈধতা ১৩৪ দিন।
  • ১৬৯৯ টাকা – আনলিমিটেড কল, প্রতিদিন ২ জিবি আনলিমিটেড ডেটা, প্রতিদিন ১০০ এসএমএস। বৈধতা ৩৬৫ দিন।

প্রসঙ্গত, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া এবং জিও ৪জি নেটওয়ার্ক থাকলেও বর্তমানে বিএসএনএলের ভারতবর্ষে কোন রকম ৪জি পরিষেবা নেই। তবে বিভিন্ন সমীক্ষা থেকে জানা গিয়েছে তাদের ৩জি পরিষেবাতেও ইন্টারনেট স্পিড যথেষ্ট ভালো।

Advertisements