দীপাবলীর আগে BSNL-এর নয়া অফার, সঙ্গে ৯০ শতাংশ পর্যন্ত ছাড়

নিজস্ব প্রতিবেদন : দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL দুর্গা পুজোর আগে একাধিক অফার নিয়ে হাজির হয়েছিল তাদের গ্রাহকদের জন্য। সেই ধারাবাহিকতা বজায় রেখে দীপাবলীর আগেও তারা নতুন নতুন অফার নিয়ে হাজির। ফাইবার কানেকশনের ক্ষেত্রে পুরাতন প্ল্যান ফিরিয়ে আনার পাশাপাশি দেওয়া হচ্ছে ৯০ শতাংশ পর্যন্ত ছাড়।

রাষ্ট্রায়ত্ত এই টেলিকম সংস্থার তরফ থেকে সম্প্রতি জানানো হয়েছে, নভেম্বর মাসের ২ তারিখ থেকে শুরু হয়েছে এই অফার। এই অফার সীমিত সময়ের জন্য এবং তা চলবে আগামী বছর জানুয়ারি মাস পর্যন্ত। এই অফারের আওতায় গ্রাহকরা তাদের প্রথম মাসের বিলের উপর ৫০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। এই অফার ভারতের প্রতিটি রাজ্যের জন্য, কেবলমাত্র আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ছাড়া।

এর পাশাপাশি ব্রডব্যান্ডের ক্ষেত্রে একেবারে শুরুর প্ল্যান রি লঞ্চ করা হয়েছে। এই প্ল্যানটি হলো ৩৯৯ টাকা। এই প্ল্যানে ব্যবহারকারীরা পাবেন আনলিমিটেড ডেটা ব্যবহারের সুযোগ। তবে হাইস্পিড ডেটা পাওয়া যাবে ১০০০ জিবি পর্যন্ত। এরপর স্পিড কমে যাবে। ১০০০ জিবি পর্যন্ত স্পিড থাকবে ৩০ mbps। সেই সঙ্গে এই প্ল্যানে রয়েছে আনলিমিটেড কথা বলার সুযোগ।

তবে ৩৯৯ টাকার এই রিচার্জ প্ল্যানের ক্ষেত্রে যে অফার দেওয়া হয়েছে তা ফেস্টিভেল অফার হিসেবে দেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে সংস্থা সূত্রে। এই একই ধরনের সুবিধা পাওয়ার জন্য পরবর্তীকালে ব্যবহারকারীদের ৪৯৯ টাকা রিচার্জ করতে হবে।

অন্যদিকে সম্প্রতি মোবাইল গ্রাহকদের জন্য ৫৯৯ টাকার রিচার্জে নতুন অফার দেওয়া হচ্ছে। এই রিচার্জে গ্রাহকরা পেয়ে থাকেন প্রতিদিন ৫ জিবি ডেটা, আনলিমিটেড কল, প্রতিদিন ১০০টি করে এসএমএস। বর্তমানে স্পেশাল অফার হিসাবে রাত্রি ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত বিনামূল্যেই যত খুশি ইন্টারনেট করার সুযোগ দেওয়া হচ্ছে।