MNP অথবা নতুন সিম, একদম বিনামূল্যে দিচ্ছে BSNL, অফার সীমিত সময়ের

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতের একমাত্র রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL তাদের গ্রাহকদের সন্তুষ্ট করতে এবং অন্যান্য বেসরকারি টেলিকম সংস্থাগুলির সাথে প্রতিযোগিতা ধরে রাখতে ও ওই সকল সংস্থা থেকে গ্রাহক টানতে এবার বিনামূল্যে নতুন সিম অথবা MNP করিয়ে দেওয়ার ব্যবস্থা করলো। সম্প্রতি BSNL এমনই ঘোষণা করেছে।

Advertisements

Advertisements

সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, “গ্রাহক সংখ্যা বৃদ্ধি করা, সংস্থার আর্থিক সমৃদ্ধির করার জন্য নতুন এই অফার আনা হয়েছে। এছাড়াও রয়েছে প্রতি মাসের নতুন কানেকশন টার্গেট পূরণ করার লক্ষ্য।” সংস্থার ঘোষণা অনুযায়ী এই অফার চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

Advertisements

যদিও BSNL এর এই অফার নতুন কিছু নয়। তারা এই অফার গত এপ্রিল মাসে প্রথম নিয়ে আসে। তবে তার মেয়াদ শেষ হয় ৩০ জুন। ৩০ জুন মেয়াদ শেষ হওয়ার পর নতুন করে আবার এই অফারটি লাগু করা হয় ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

BSNL এর এই অফার অনুযায়ী গ্রাহকরা নতুন কানেকশন অথবা এমএনপি করার সময় একটি করে বিএসএনএল ৪জি সিম পাবেন। যে ৪জি সিমের মূল্য ২০ টাকা। আর এই ২০ টাকা সংস্থার তরফ থেকে গ্রাহকদের জন্য মুকুব করা হচ্ছে। তবে সেই সকল গ্রাহকরা এই সুবিধা পাবেন যারা ১০০ টাকার উপরে প্রথম রিচার্জ করবেন।

উল্লেখ্য, সরকারি এই টেলিকম সংস্থা BSNL ইতিমধ্যেই অন্যান্য টেলিকম সংস্থার সাথে প্রতিযোগিতার জন্য বাজারে একাধিক নতুন রিচার্জ প্ল্যান এনেছে সেগুলি অন্যান্য টেলিকম সংস্থার তুলনায় বেশ সস্তা। তবে এখনো পর্যন্ত তারা দেশের প্রতিটি কোনায় ৪জি পরিষেবা পৌঁছে দিতে অক্ষম হওয়ায় কোনভাবেই প্রতিযোগিতার আসলে আসতে পারছে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Advertisements