BSNL 4G: শুরুতেই ধাক্কা! BSNL 4G লঞ্চ করতে গিয়ে দেখা গেল নতুন সমস্যা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে যে সকল টেলিকম সংস্থা রয়েছে সেগুলি হল Jio, Airtel, BSNL এবং Vi। এই সকল টেলিকম সংস্থার মধ্যে প্রযুক্তিগত দিক দিয়ে একমাত্র পিছিয়ে রয়েছে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল। অন্যান্য টেলিফোন সংস্থাগুলি দিন দিন প্রযুক্তির দিক দিয়ে এগিয়ে গেলেও সেই আগের জায়গাতেই পড়ে থাকতে দেখা যাচ্ছে বিএসএনএলকে।

Advertisements

এই মুহূর্তে যেখানে এয়ারটেল এবং জিও দেশজুড়ে 5G পরিষেবা লঞ্চ করে দিয়েছে, সেই জায়গায় ভোডাফোন আইডিয়া এখনো 5G পরিষেবা লঞ্চ করতে পারেনি। আবার বিএসএনএল 5G পরিষেবা তো দূরের কথা, তারা এখনো 4G পরিষেবা লঞ্চ করতে পারেনি, তবে লঞ্চ করার মুখে রয়েছে। আবার লঞ্চ করতে গিয়ে নতুন এক সমস্যা ধরা পড়েছে।

Advertisements

বিএসএনএল এখনো পর্যন্ত দেশের সব জায়গায় 4G পরিষেবার লঞ্চ না করলেও নির্দিষ্ট কিছু এলাকা তাদের তরফ থেকে বেছে নেওয়া হয়েছে এবং সেই সকল এলাকায় পরীক্ষামূলকভাবে 4G পরিষেবা চালু করতে গিয়ে সেই সমস্যার বিষয়টি সামনে এসেছে। আর এই সমস্যা সামনে আসতেই রীতিমত ধাক্কা খেতে হচ্ছে 4G লঞ্চ করার ক্ষেত্রে বলেই জানা যাচ্ছে। কেননা যে সমস্যাটি ধরা পড়েছে সেই সমস্যা বেশ গুরুতর।

Advertisements

আরও পড়ুন ? Jio Recharge Plan: এক রিচার্জে অফুরন্ত ডেটা, আনলিমিটেড কল, সঙ্গে Amazon Prime! সস্তায় নতুন প্ল্যান আনল জিও

রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL এর 4G পরিষেবা লঞ্চ করার ক্ষেত্রে যে প্রযুক্তি ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছিল তা স্বদেশী প্রযুক্তি। কিন্তু ওই প্রযুক্তি ব্যবহার করার পর দেখা যাচ্ছে তা সঠিকভাবে কাজ করছে না। সঠিকভাবে কাজ না করার কারণে যে সমস্যা তৈরি হয়েছে তাতে আউটডোর এনভারমেন্টে বহু গ্রাহক কল করতে গিয়ে সমস্যায় পড়ছেন। যদিও এই সমস্যার যাতে দ্রুত সমাধান করা যায় তার জন্য ইতিমধ্যেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জানা যাচ্ছে, এই ধরনের সমস্যার সমাধান করার জন্য ইতিমধ্যেই ফিনল্যান্ডের ভেন্ডার নোকিয়া ও চাইনিজ ভেন্টার জেডটিই-এর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এর পাশাপাশি নেটওয়ার্কের ট্রাফিক বৃদ্ধির পরিপ্রেক্ষিতে আইবি মাল্টিমিডিয়া সাব সিস্টেমের ক্ষমতা বৃদ্ধি করার ব্যবস্থা করা হচ্ছে। অন্যদিকে আম্বালা ও চন্ডিগড়ে দেশীয় প্রযুক্তিতে তৈরি বিএসএনএল-এর 4G নেটওয়ার্ক গুলি সফলভাবে পরীক্ষা করা হয়েছে এবং তারপর টিসিএসকে সরঞ্জাম সরবরাহের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আর টিসিএস চলতি বছরের মধ্যেই সেই সমস্ত সরঞ্জাম সরবরাহ করে দেবে বলেই জানা যাচ্ছে।

Advertisements