নিজস্ব প্রতিবেদন : কথায় আছে কখন কার ভাগ্যের চাকা ঘুরবে কেউ বলতে পারে না। ঠিক সেই ঘটনাই ঘটলো দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL এর ক্ষেত্রে। দেশের একমাত্র টেলিকম সংস্থার এখন ভাগ্যের চাকা ঘুরে গিয়েছে আর সেই ভাগ্যের চাকা ঘুরে যাওয়ার ফলে ১৫ দিনে তারা যা পেল ৫ বছরেও পায় নি।
দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল-এর উন্নতির জন্য সম্প্রতি কেন্দ্রীয় বাজেটে বিপুল পরিমাণ বরাদ্দ করা হয়েছে। তবে এই বরাদ্দ ওই টেলিকম সংস্থার ভাগ্য কতটা ফেরাবে তা এখনই বলা সম্ভব নয়। কিন্তু এখন যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে কেন্দ্রের ওই বরাদ্দের আগেই ভাগ্যের চাকা ঘুরে গিয়েছে বিএসএনএলের।
বিএসএনএলের এমন ভাগ্যের চাকা ঘুরেছে মূলত দেশের বাকি তিনটি বেসরকারি টেলিকম সংস্থার দৌলতে। দেশের বাকি তিনটি টেলিকম সংস্থা জুলাই মাসের ৩ ও ৪ তারিখ থেকে তাদের ট্যারিফ প্ল্যান ১১ শতাংশ থেকে ২৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করেছে। বিপুল পরিমাণ খরচ বৃদ্ধি করার ফলে ওই সকল টেলিকম সংস্থার বহু গ্রাহক সংস্থাগুলি থেকে মুখ ফেরাতে শুরু করেছেন, আর তাতেই ভাগ্য ফিরেছে বিএসএনএলের।
আরও পড়ুন ? BSNL: পথে বসবে অন্যান্যরা, ৭৯৭ টাকার নতুন রিচার্জ প্ল্যান এনে গ্রাহকদের অফুরান ডেটা দিচ্ছে BSNL
দেশের তিন বেসরকারি টেলিকম সংস্থা জিও, এয়ারটেল এবং ভিআইয়ের থেকে মুখ ফিরিয়ে নেওয়া গ্রাহকরা এখন বিএসএনএল-এ নাম লেখাচ্ছেন। কত সংখ্যক গ্রাহক বিএসএনএল-এ নাম লিখিয়েছেন তা জুলাই মাসের প্রথম ১৫ দিনেই টের পাওয়া গিয়েছে। কেননা জুলাই মাসের প্রথম ১৫ দিনে দেশের অন্যান্য টেলিকম নেটওয়ার্ক থেকে ১৫ লক্ষ গ্রাহক বিএসএনএল-এ নিজেদের নাম তুলিয়ে ফেলেছেন। যেখানে বিএসএনএল পাঁচ বছরের বেশি সময় ধরে প্রতিমাসে কেবল গ্রাহক সংখ্যা হারিয়েছে, সেই জায়গায় এই ১৫ দিনে ১৫ লক্ষ গ্রাহক বৃদ্ধি করা সংস্থার কাছে চমৎকার।
জুলাই মাসের প্রথম ১৫ দিনে ১৫ লক্ষ গ্রাহক বিএসএনএল-এ নাম নথিভুক্ত করার পাশাপাশি আশা করা হচ্ছে আগামী দিন কয়েকের মধ্যে তাদের গ্রাহক সংখ্যা আরো কয়েকগুণ বেড়ে যাবে। কেননা বিএসএনএল এখন দেশের বিভিন্ন জায়গায় 4G নেটওয়ার্ক চালু করে দিয়েছে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের কলকাতা, সিউড়ি সহ বিভিন্ন জায়গায় গ্রাহকরা 4G নেটওয়ার্ক উপভোগ করতে পাচ্ছেন। ২০২৪ সালের মধ্যে অধিকাংশ জায়গাতেই 4G পরিষেবা চালু হয়ে যাবে বলেও জানানো হয়েছে। স্বাভাবিকভাবেই সস্তায় 4G পরিষেবা উপভোগ করতে কাতারে কাতারে গ্রাহকরা বিএসএনএল-এ নাম লেখাবেন এমনটাই আশা করা হচ্ছে।