Budget for BSNL: জিও, এয়ারটেল, ভিআই-কে সোজা চ্যালেঞ্জ! পাশে দাঁড়াতে কয়েক হাজার কোটি টাকা বরাদ্দ কেন্দ্রের

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ২৩ জুলাই মঙ্গলবার কেন্দ্র সরকারের তরফ থেকে বাজেট (Budget 2024) পেশ করা হয়। এবারের এই বাজেটে বিভিন্ন জিনিসপত্রের উপর থেকে কর কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। যার ফলে সেই সকল জিনিসপত্রের দাম কমবে। অন্যদিকে ইদানিংকালে সবথেকে চর্চায় থাকা রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএলকেও কোটি কোটি টাকা বরাদ্দ করলো কেন্দ্রীয় বাজেট (Budget for BSNL)।

Advertisements

জুলাই মাসের ৩ ও ৪ তারিখ জিও, এয়ারটেল এবং ভিআই তাদের মোবাইল রিচার্জ ট্যারিফ প্ল্যান বৃদ্ধি করার পর বহু গ্রাহক রয়েছেন যারা বেসরকারি ওই টেলিকম সংস্থা থেকে মুখ ফেরাতে শুরু করেছেন। এই সকল গ্রাহকরা তাদের মোবাইল খরচ বাঁচানোর জন্য মূলত রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল-এ নিজেদের নম্বর পোর্ট করা শুরু করেছেন।

Advertisements

সস্তায় টেলিকম পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যখন বিএসএনএল-এর কদর দিন দিন বাড়ছে, সেই সময় আবার কেন্দ্র সরকারের তরফ থেকে বিপুল পরিমাণ টাকা এই টেলিকম নেটওয়ার্কের জন্য বরাদ্দ করলো। বাজেটে বিপুল পরিমাণ টাকা বিএসএনএল সংস্থার জন্য বরাদ্দ করার পরিপ্রেক্ষিতে রীতিমত সরাসরি বেসরকারি তিন টেলিকম সংস্থাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার মতোই বলে মনে করা হচ্ছে। কেননা এই বিপুল অংকের টাকা বিএসএনএলকে আরো এগিয়ে যেতে অনেকটাই সাহায্য করবে।

Advertisements

আরও পড়ুন ? Smartphone Charger: ফোন চার্জ হয়ে গেলেও বোর্ডে লাগানো চার্জার! খাল কেটে কুমির ডাকার মতই

কেন্দ্রীয় বাজেটে মঙ্গলবার টেলিকম সেক্টরের জন্য মোট ১.২৮ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়। এই টাকার মধ্যে আবার সিংহভাগ অর্থাৎ ৮২৯১৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কেবলমাত্র রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL-এর জন্য। এই বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে মূলত সংস্থার প্রযুক্তিগত আপগ্রেড এবং পুনর্গঠনের জন্য।

প্রযুক্তিগত দিক দিয়ে বিএসএনএল এখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই দেশের বিভিন্ন জায়গায় তাদের 4G নেটওয়ার্ক ইনস্টল হয়েছে। দেশের বিভিন্ন জায়গার পাশাপাশি পশ্চিমবঙ্গের কলকাতা সহ বেশ কিছু জায়গাতেও এখন 4G নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে। এসবের মধ্যেই কেন্দ্র সরকার এখন এই টেলিকম সংস্থার জন্য এত কোটি টাকা বরাদ্দ করার ফলে প্রযুক্তিগত দিক দিয়ে সংস্থাটির এগিয়ে চলার ক্ষেত্রে আরো সুবিধা বৃদ্ধি পাবে।

Advertisements