তিন মাসের বাড়তি ভ্যালিডিটি, সঙ্গে রোজ ৩ জিবি ইন্টারনেট, সুযোগ দিচ্ছে BSNL

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে বর্তমানে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে কেবলমাত্র মুকেশ আম্বানির টেলিকম সংস্থার রিলায়েন্স Jio, ভারতের একমাত্র রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL এবং Airtel ও Vi। আর এই চার টেলিকম সংস্থার মধ্যে প্রতিনিয়ত প্রতিযোগিতা চলছে গ্রাহকসংখ্যা নিজেদের দিকে টেনে আনার জন্য।

Advertisements

Advertisements

বেসরকারি টেলিকম সংস্থাগুলি তাদের গ্রাহকদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন অফার দিয়ে থাকে। সেই সকল অফার তারা প্রচারও করে থাকে। তবে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL-ও এমন, বরঞ্চ আরও ভালো ভালো একাধিক অফার দিয়ে থাকে গ্রাহকদের, কিন্তু সেই সকল অফার প্রচারের অভাবে গ্রাহকরা জানতেই পারেন না।

Advertisements

BSNL-এর তরফে এমনই একটি নতুন অফার আনা হয়েছে যে রিচার্জ প্ল্যানটি অন্যান্য টেলিকম সংস্থার তুলনায় বাড়তি একাধিক সুবিধা দেওয়ার পাশাপাশি বাড়তি ভ্যালিডিটিও দিচ্ছে। এই একই ধরনের সুবিধা পেতে অন্যান্য টেলিকম সংস্থার অন্ততপক্ষে বছরে ১১০০ টাকা বাড়তি খরচ করতে হবে।

BSNL-এর এই রিচার্জ প্ল্যানটি হল ২৩৯৯ টাকা। এটি এক বছর অর্থাৎ ৩৬৫ দিনের দীর্ঘমেয়াদি প্ল্যান। তবে বর্তমানে এই রিচার্জ প্ল্যানে বাড়তি অফার হিসাবে তিন মাস বাড়তি ভ্যালিডিটি দেওয়া হচ্ছে। অর্থাৎ এই অফার চলাকালীন কোন গ্রাহক যদি এই রিচার্জ করে থাকেন তাহলে তিনি ৩৬৫ দিনের জায়গায় ৪৫৫ দিন ভ্যালিডিটি পাবেন। এই রিচার্জ প্ল্যানে কি সুবিধা রয়েছে?

এই রিচার্জ প্ল্যানে রয়েছে ভারতের যে কোন নম্বরে আনলিমিটেড কল, রোজ ৩ জিবি ডেটা অর্থাৎ ইন্টারনেট (দৈনিক কোটা শেষ হয়ে যাওয়ার পরেও ৮০ কেবিপিএসে আনলিমিটেড ইন্টারনেট করার সুবিধা), রোজ ১০০টি করে এসএমএস, আনলিমিটেড কলার টিউন।

Advertisements