BSNL Cheaper Recharge Plan: দরকার নেই Jio, Airtel, Vi-এর! এবার হেসেখেলে ইন্টারনেট, কল হবে BSNL-এর এই সস্তার প্ল্যানে

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : এতদিন পর্যন্ত যা ছিল-ছিল! তবে এবার দেশের তিন বেসরকারি টেলিকম সংস্থা যেভাবে নিজেদের ট্যারিফ রেট বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে তাতে রীতিমতো গ্রাহকদের পকেট থেকে অনেক বেশি টাকা খসবে। Jio, Airtel, Vi প্রত্যেক টেলিকম সংস্থা তাদের রিচার্জ প্ল্যানের দাম অনেকটাই বৃদ্ধি করে দিয়েছে, আর বর্ধিত সেই রিচার্জ প্ল্যান ৩ ও ৪ জুলাই থেকে কার্যকর হবে।

দেশের তিন বেসরকারি টেলিকম সংস্থা যেভাবে তাদের রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করেছে তাতে এখন গ্রাহকদের পকেট থেকে রিচার্জ প্ল্যানের ভিত্তিতে ১১ শতাংশ থেকে ২৫ শতাংশ পর্যন্ত বেশি টাকা খরচ হবে। তবে এমন মুহূর্তেই দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা গ্রাহকদের জন্য স্বস্তি দিয়েছে।

দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL এখনো পর্যন্ত রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করার বিষয়ে কোনো পদক্ষেপ নেয় নি। উপরন্তু তারা তাদের গ্রাহকদের জন্য একের পর এক সস্তার রিচার্জ প্ল্যান নিয়ে হাজির হয়েছে। এর পাশাপাশি এই টেলিকম সংস্থা ইতিমধ্যেই দেশজুড়ে 4G পরিষেবা চালু করার বিষয়ে পদক্ষেপ নিতে শুরু করে দিয়েছে। কোন কোন এলাকায় ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে শুরু হয়ে গিয়েছে 4G পরিষেবা। এসবের পরিপ্রেক্ষিতেই হেসেখেলে বিএসএনএল গ্রাহকরা সস্তায় আনলিমিটেড কল থেকে শুরু করে ইন্টারনেট সবকিছুই চালাতে পারবেন।

আরও পড়ুন 👉 HDFC Bank Credit Card: এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের নিয়মে বদল, এবার খরচ বাড়বে গ্রাহকদের

রাষ্ট্রয়াত্ত টেলিকম সংস্থা হিসেবে বিএসএনএল বরাবর গ্রাহকদের সস্তায় সুযোগ-সুবিধা দিয়ে থাকে। এই টেলিকম সংস্থার এমন কিছু রিচার্জ প্ল্যান রয়েছে যেগুলি অন্য কোন টেলিকম সংস্থার নেই, অন্ততপক্ষে খরচের দিক দিয়ে এমনটাই বলা যেতে পারে। ঠিক সেই রকমই ১৯৯ টাকার একটি রিচার্জ প্ল্যান রয়েছে বিএসএনএল-এর, যেটি আগেও সুবিধার দিক দিয়ে সবচেয়ে সস্তার রিচার্জ প্ল্যান (BSNL Cheaper Recharge Plan) ছিল এবং আগামী দিনেও থাকবে বলে আশা করা হচ্ছে।

১৯৯ টাকার রিচার্জ প্ল্যান রিচার্জ করলে গ্রাহকরা পুরো ৩০ দিনের ভ্যালিডিটি পেয়ে থাকেন। ৩০ দিনের ভ্যালিডিটির পাশাপাশি এই রিচার্জ প্ল্যানটির সঙ্গে গ্রাহকরা পান আনলিমিটেড কল এবং প্রতিদিন ১০০ টি করে এসএমএস। এছাড়াও হাইস্পিড 2gb ডেটা দেওয়া হয়ে থাকে প্রতিদিন। গ্রাহকদের হাইস্পিড 2gb ডেটা শেষ হয়ে যাওয়ার পরেও ৪০ কেবিপিএস স্পিডে আনলিমিটেড ইন্টারনেট করার সুযোগ দেওয়া হয়। পাশাপাশি এই রিচার্জ প্ল্যানটির সঙ্গেই দেওয়া হয়ে থাকে বিএসএনএল টিউন্স সহ বিভিন্ন সাবস্ক্রিপশন।